ঢাকা     মঙ্গলবার   ২০ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পঞ্চগড়ে নৌপরিবহন উপদেষ্টা

দেশে পরিবর্তন আনতে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৪, ২০ জানুয়ারি ২০২৬   আপডেট: ২১:২৬, ২০ জানুয়ারি ২০২৬
দেশে পরিবর্তন আনতে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে

মঙ্গলবার (পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন

নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, “বাংলাদেশে পরিবর্তন আনতে হলে— অতীতের মতো যেন না হয়, সরকার যেন অতীতের মতো না চলে, অতীতের মতো কর্মকাণ্ড থেকে যদি পরিত্রাণ পেতে হয়, তাহলে গণভোটে অবশ্যই জনগণকে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।”  

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

উপদেষ্টা বলেন, “যদি আমরা ‘হ্যাঁ’তে সিল না দিই, তাহলে আমাদের সামনে এতগুলো রক্তের বিনিময়ে যে অপরচুনিটি এসেছে, সেই অপরচুনিটি আমরা লুজ করব (হারিয়ে ফেলব)। আগের তিমিরেই আমরা ফিরে যাব। এটা মনে করার কোনো কারণ নেই যে, এটা অটোমেটিক্যালি হবে।”

বাংলাবান্ধা ইমিগ্রেশন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের উপমহাদেশের যে রিলেশন, চীনের সঙ্গে যে রিলেশন, এটা একেক দেশে একেক রকম। যে কারণে আমরা যদি পরিকল্পনাও করি, এখানে একটি রাস্তা বের করে চীন পর্যন্ত যাব, সেটা হবে না। যেতে হলে আমাদের নেপাল অথবা ভুটানে যেতে হবে। তবে, নেপাল এবং ভুটান যদি পোর্ট ব্যবহার করতে চায়, সেক্ষেত্রে মোংলা পোর্টকে আমরা যুক্ত করতে পারি।”

এম সাখাওয়াত হোসেন বলেন, ‘স্থলবন্দর তো কাজ করছে। পাথর তো আসছে; সেটা বন্ধ হয়নি। ভুটান, নেপাল ও ইন্ডিয়া থেকেও আসছে। যারা পাথরের ব্যবসা করেন, তাদের জন্য এখনো কিছু বন্ধ হয়নি। তবে, যাত্রী যাতায়াত কমেছে। এটা শুধু এখানে নয়, সারা দেশে কমেছে। এটার কারণ ভারত ভিসা দিচ্ছে না। সে হিসেবে আমাদের এখানেও ভিসা বেশি দেওয়া হচ্ছে না।”

এ সময় পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলাম, তেঁতুলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু, সহকারী কমিশনার (ভূমি) এস এম আকাশসহ স্থলবন্দরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/নাঈম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়