পটুয়াখালীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা
পটুয়াখালী(উপকূল)প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পটুয়াখালীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। তীব্র ঠান্ডায় চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার কলাপাড়ায় সর্বনিম্ন ১১.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। এসময় কুয়াশার দৃষ্টিসীমা ছিলো ৫০ মিটারের নিচে। তীব্র ঠাণ্ডায় সবেচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। ঘন কুয়াশা বেকায়দায় পড়েছেন বিভিন্ন যানবাহনের চালকরা। দিনের বেলায়ও গাড়িতে হেড লাইট জ্বালাতে হয়েছে।
কলাপাড়া বাস স্ট্যান্ডের বাসচালক আশরাফ আলী বলেন, “গত দুইদিন ধরে ঘন কুয়াশা পড়ছে। সেই সঙ্গে প্রচণ্ড শীত। কুয়াশার কারণে সামনে একশ ফুটও দেখা যাচ্ছে না। যার কারণে হেডলাইট চালিয়ে খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে।”
একই এলাকার রিকশাচালক হোসেন সিকদার বলেন, “গত দুইদিন প্রচণ্ড শীত পড়ছে। সঙ্গে ঘন কুয়াশা তো আছেই। রিকশা টান দিলে একবারে হাত পা শীতে বাঁকা হয়ে যাচ্ছে। শীতের কারণে রাস্তায় লোকজনও কম।”
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, “শীতের তীব্রতা আরো বাড়তে পারে।”
ঢাকা/ইমরান/ইভা