ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরিশালে ট্রাকের ধাক্কায় বাবা নিহত, ছেলে আহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২১, ২৫ এপ্রিল ২০২৩  
বরিশালে ট্রাকের ধাক্কায় বাবা নিহত, ছেলে আহত

বরিশালের আগৈলঝাড়ায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেল আরোহী ছেলে। মঙ্গলবার দুপুরে উপজেলার মাগুড়া বাজার সংলগ্ন বাশাইল-মাগুড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত লিটন মিয়া (৫৮) মাদারীপুর উপজেলা সদর থানতলী এলাকার মৃত দলিল উদ্দিন মিয়ার ছেলে। আহত জানে আলম মিয়াকে (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান মিশু জানান, মঙ্গলবার দুপুরে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল-মাগুড়া সড়ক ধরে বাবা ও ছেলে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। মাগুড়া বাজারের কাছাকাছি পৌছালে একটি ট্রাক তাদের চাপা দেয়। স্থানীয়রা লিটন মিয়া ও তার ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং পুলিশকে খবর দেয়।

আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক গোলাম মোশের্দ সজীব জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই লিটন মিয়ার মৃত্যু হয়। আলমকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

 

স্বপন/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়