ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দিনমজুরদের পাশে ডুয়েট শিক্ষার্থীরা

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৮, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দিনমজুরদের পাশে ডুয়েট শিক্ষার্থীরা

‘ঘরে বসেই একটু ভালোবাসা ছড়াই, অসহায় মানুষের পাশে দাঁড়াই’ এমন স্লোগানে দিনমজুর ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা।

সোমবার (৩০ মার্চ) বিকেলে কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার গড়িয়াল ডাঙ্গা এলাকায় প্রাথমিক ধাপে ২০টি পরিবারের বাড়িতে গিয়ে তিন দিনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। তাদের এই কার্যক্রম আগামী ৯ এপ্রিল পর্যন্ত চলমান থাকবে।

‘করোনা সংক্রমণ: অসহায় মানুষদের পাশে ডুয়েট পরিবার’ নামে একটি ফেসবুক ইভেন্টের মাধ্যমে গতকাল (২৯ মার্চ) থেকে তারা অর্থ সংগ্রহ ও খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে। ডুয়েটের বিভিন্ন বিভাগের বিভিন্ন বর্ষের প্রায় ২০ জন শিক্ষার্থী এই উদ্যোগে কাজ করছে।

এ কার্যক্রমের অন্যতম উদ্যোক্তা ডুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থী লাতিফুর রহমান লিমন বলেন, ‘আমরা নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রতিটি দিনমজুর মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে আসছি। পর্যায়ক্রমে বাংলাদেশের বিভিন্ন এলাকায়, যেখানে আমাদের ভলান্টিয়ার আছে, সেসব এলাকার দিনমজুরদের ঘরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দেওয়া হবে।’

এ উদ্যোগের প্রধান সমন্বয়ক ডুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থী আশরাফুল অ্যাস্ট্রো বলেন, ‘দেশের প্রতিটি মানবিক বিপর্যয়ে ডুয়েট পরিবার স্বতঃস্ফূর্তভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। সেই ধারাবাহিকতায় এবারও আমরা অসহায়-দিনমজুরদের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।’

উদ্যোক্তাদের ফেসবুক ইভেন্টের লিঙ্ক: https://bit.ly/34227dh


ডুয়েট/আশরাফুল/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়