ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

আমার অসহায় মন

গোলাম মোস্তফা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৯, ৯ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আমার অসহায় মন

এখনো বসে থাকি তোমার অপেক্ষায়,

তুমি কি এখনো আগের মতো অপেক্ষা করো?

 

ভাবনার রঙ যখন ছবি আঁকতে চায়,

তখনি তোমার ছবি মনের জানালায়-

উঁকি দিয়ে বলে,

সাগর পাড়ে তুমি কি এখনো আসো?

 

আমার সাগরের কান্না ভালো লাগে না,

ঢেউয়ের গর্জন ভালো লাগে না ।

 

মধ্যরাতে সাগরের মায়া,

আমাকে অসহায় করে রাখে ।

 

হৃদয় মাজারে মাতাল হাওয়া,

তুমি আসবে কি-না এই ভেবে ।

সাগরের ঢেউ যখন নিস্তব্ধতা হয়,

মধ্যরাতের চাঁদের আলোতে।

 

তুমি আসবে কি-না বার্তা পেতে চায়,

আমার অসহায় মন।

 

তোমার কি ইচ্ছে করে সাগরের বুকে ভাসতে?

যদি ইচ্ছে হয় চলে এসো।

 

সাগর পানে-

কাঠের ভেলা হয়ে তোমার অপেক্ষায় থাকবো।

 

নিষ্পাপ হাসি দেখার জন্য,

সাগরের বুকে বালি কণা হয়ে পড়ে থাকবো,

তোমার স্পর্শ পাওয়ার জন্য।

 

আসবে তো মাতাল সাগরের কাছে?

চাঁদের আলোতে তোমার ছায়া দেখবো।

সাগরের বুকে ভাসতে ভাসতে!

 

কবি: শিক্ষার্থী, সাংবাদিকতা বিভাগ, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়।

 

ঢাকা/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়