ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চবি শিক্ষার্থীদের বাসা ভাড়া না দেওয়ার বিজ্ঞপ্তি ভুয়া, আটক ১

চবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৩, ৩ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২২:৫৯, ৩ সেপ্টেম্বর ২০২৫
চবি শিক্ষার্থীদের বাসা ভাড়া না দেওয়ার বিজ্ঞপ্তি ভুয়া, আটক ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সংলগ্ন জোবরা-ফতেপুর এলাকায় শিক্ষার্থীদের কটেজ-বাসায় ভাড়া না দেওয়ার ভাইরাল হওয়া বিজ্ঞপ্তিটি ভুয়া প্রমাণিত হয়েছে।

এতে জড়িত স্থানীয় এক যুবককে শনাক্ত করে এলাকাবাসী। পরে পুলিশ আটক করে থানায় নিলে মুচলেকা দিয়ে ছাড়া পায় ওই যুবক।

আরো পড়ুন:

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল থেকেই ভুয়া জরুরি বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ওই ভুয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জোবরা-ফতেপুর এলাকার সকল কটেজ মালিক ও বাসা মালিকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র এলাকার সকল জনগণ সিদ্ধান্ত নিয়েছেন যে অত্র এলাকায় কটেজ বা ফ্লাট বাসায় কোন ছাত্র-ছাত্রীকে ভাড়া না দেওয়ার জন্য অনুরোধ করা হলো। আর্দেশক্রমে, জোবরা-ফতেপুর এলাকাবাসী

আটক যুবকের নাম-পরিচয় জানা যায়নি। তবে সে জোবরা গ্রামের বাসিন্দা।

এ নিয়ে চবির সহকারী প্রক্টর অধ্যাপক মো. বজলুর রহমান বলেন, “বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়া। স্থানীয় এক ছেলে উদ্দেশ্যপ্রোণোদিতভাবে এই বিজ্ঞপ্তি তৈরি করেছে। পরে এলাকাবাসী বিষয়টি জানলে তাকে শনাক্ত করে। এরপর পুলিশে জানালে তাকে আটক করে নিয়ে যায়। মুচলেকা নিয়ে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। এই বিজ্ঞপ্তি নিয়ে স্থানীয়দের মাঝে অসন্তোষ সৃষ্টি হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, “এ রকম কিছুই হয়নি। বরং এতে জড়িত এক ছেলেকে পুলিশ আটক করেছিল। এলাকাবাসীর পক্ষ থেকে এমন বক্তব্য আসেনি। তারা শিক্ষার্থীদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে থাকার কথা জানিয়েছে।”

তিনি বলেন, “পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক আছে। বাসা-কটেজের মালিকদের সঙ্গে আমাদের কথা হয়েছে। কেউ কেউ পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। সবাইকে সতর্ক থাকতে হবে।”

ঢাকা/মিজান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়