ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাকসু নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে: নাছির

চবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৩, ১৬ অক্টোবর ২০২৫   আপডেট: ১৮:২৪, ১৬ অক্টোবর ২০২৫
চাকসু নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে: নাছির

কিছু ত্রুটি-বিচ্যুতি থাকলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিজীবী চত্বরে চাকসু নির্বাচন পরবর্তী শাখা ছাত্রদলের আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

আরো পড়ুন:

নাছির বলেন, “নির্বাচনে অমোচনীয় কালির ব্যবস্থা করা হয়নি। ভোট গণনার সময় একাধিক কেন্দ্রের এলইডি স্কিন মাঝে মাঝে বন্ধ ছিল। এটি ইচ্ছাকৃত-অনিচ্ছাকৃতভাবে হতে পারে। নির্দিষ্ট একটি প্যানেলের এজেন্ট সাংবাদিকদের কেন্দ্রে প্রবেশে বিঘ্নতা ঘটিয়েছে, যা গণমাধ্যমে আমরা দেখেছি। এছাড়া ক্যাম্পাসে বহিরাগতদের অবস্থান ছিল। এসব ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের আরো সতর্ক থাকা উচিত ছিল বলে মনে করছি।”

তিনি বলেন, “এমন কিছু ভুলত্রুটি ও অব্যবস্থাপনা থাকলেও সার্বিকভাবে নির্বাচন গ্রহণযোগ্য পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে আমরা মনে করছি। এজন্য বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচন কমিশনকে ছাত্রদলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। একইসঙ্গে নির্বাচনের সবকিছু গণমাধ্যমে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ছাত্রদল প্যানেল থেকে চাকসুর নবনির্বাচিত যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস), সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেত, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ও রাজু আহমদ, শাখা সভাপতি আলাউদ্দিন মহসিন প্রমুখ।

বুধবার (১৫ অক্টোবর) দীর্ঘ প্রায় ৩ যুগ পর অনুষ্ঠিত হয়েছে চাকসু নির্বাচন। এতে নির্বাচিত ২৬টি পদের মধ্যে এজিএস এবং সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদ ব্যতীত ২৪ পদে বিজয়ী হয়েছে ছাত্রশিবির মনোনীত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল।

এজিএস পদে ছাত্রদল প্যানেলের আইয়ুবুর রহমান তৌফিক এবং সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদকে পদে স্বতন্ত্র থেকে তামান্না মাহাবুব প্রীতি নির্বাচিত হয়েছেন।

ঢাকা/মিজান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়