ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘মাইক হাইসে দিতে পারে’, ডাকসুর ফল নিয়ে কী বার্তা দিলেন মেঘমল্লার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ০৫:৪১, ১০ সেপ্টেম্বর ২০২৫
‘মাইক হাইসে দিতে পারে’, ডাকসুর ফল নিয়ে কী বার্তা দিলেন মেঘমল্লার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা চলছে। এ খবর লেখা পর্যন্ত ডাকসু নির্বাচনের অধিকাংশ হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে জগন্নাথ হল ছাড়া সবগুলোতেই ভিপি, জিএস ও এজিএস পদে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন শিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা।

তবে ডাকসু নির্বাচনের এই ফলাফল ঘোষণা নিয়ে কৌতূহল উদ্দীপক মন্তব্য করেছেন বামপন্থি-সমর্থিত ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মেঘমল্লার বসু।

আরো পড়ুন:

বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ২টা ২৩ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কটাক্ষ করেন।

স্ট্যাটাসে মেঘমল্লার বসু বলেন, “রেজাল্টগুলো আরেকটু আস্তে ডিক্লেয়ার করা উচিত। মাইক হাইসে দিতে পারে।”

এর আগে, রাত ১টা ২৯ মিনিটে দেওয়া আরেক স্ট্যাটাসে তিনি লেখেন, “এমন রেজাল্ট বানাইসে যে ছাড়তেও পারতেসে না। আহারে। কৌন বানেগা এবারের ভিপি নূর!”

এছাড়া মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টা ৪৭ মিনিটে দেওয়া অপর এক স্ট্যাটাসে মেঘমল্লার লেখেন, “ভোটের নামে প্ল্যানড ইঞ্জিনিয়ারিং চলতেসে। সবই খবর পাইতেসি। যে ধারা অব্যাহত আছে তাতে ডিটেইল রেজাল্ট দেখলে আপনারা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেরাই বুঝবেন।”

তিনি আরো লেখেন, “আপাতত এতটুকুই বললাম। এই প্রশাসন যে শিবিরের ইঞ্জিনিয়ারিংয়ের অংশ হচ্ছে এটা স্পষ্ট। আমরা শেষ ভোটটা কাউন্ট হওয়া পর্যন্ত দেখব।”

পুনশ্চসহ আরেক দেখতে চেয়ে এই বামপন্থি নেতা বলেন, “এই কথাগুলা একটা বছর ধরে বলতেসি। এবার হাতেনাতে দেখবেন। পুনশ্চ: স্যাম্পল সাইজ ছোট। আরেকটু দেখি।”

এদিকে, কারচুপির অভিযোগ এনে ডাকসুর ভোট বর্জন করেছেন ছাত্রদল সমর্থিত সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান এবং স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা।

ঢাকা/মেহেদী/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়