ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পোস্টার-লিফলেটে সয়লাব জবি ক্যাম্পাস

অনিক রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০১, ১৩ জানুয়ারি ২০২১   আপডেট: ১৪:০৩, ১৩ জানুয়ারি ২০২১
পোস্টার-লিফলেটে সয়লাব জবি ক্যাম্পাস

মূল ফটক থেকে শুরু করে বিভিন্ন ভবনের দেয়ালে অসংখ্য পোস্টার ও লিফলেটে সয়লাব সাত একরের ছোট জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এতে নষ্ট হচ্ছে ক্যাম্পাসের নান্দনিক সৌন্দর্য।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মূল ফটক, নতুন ভবনের দেয়াল, ভাষা শহীদ রফিক ভবন, গণিত ভবনসহ ও ক্যাফেটেরিয়ার দেয়ালে লাগানো রয়েছে সিনেমা, রাজনৈতিক, নিয়োগ ও বিজ্ঞপ্তিসহ নানা ধরনের পোস্টার ও লিফলেট। এমনকি বাদ যায়নি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রবেশ পথও।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, উন্মুক্ত পাঠাগার, কলাভবন, সামাজিক বিজ্ঞান বিভাগ ভবন, অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান ভবনের দেয়ালেও লাগানো আছে এ পোস্টারগুলো। এসব পোস্টার, লিফলেট ও বিজ্ঞপ্তি লাগানোর জন্য বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর, কেন্দ্রীয় মসজিদের সামনে ও সায়েন্স ফ্যাকাল্টিতে মোট তিনটি বোর্ড থাকলেও তা কোনো কাজে আসছে না, বরং খালি পড়ে আছে। এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের ৩ ও ৪ নং গেইটের পাশেও বিভিন্ন পোস্টার লক্ষ করা গেছে।  

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে সবাই রঙিন স্বপ্ন নিয়ে আসে। তাই আমরাও চাই আমাদের ক্যাম্পাস রঙিন থাকুক। অযথা কোনা পোস্টার, ব্যানার বা ফেস্টুন দিয়ে যেন ক্যাম্পাসের সৌন্দর্য নষ্ট না করা হয়, সেই অভিপ্রায় ব্যক্ত করছি।’  

গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সাদিয়া আফরিন বলেন, ‘পোস্টার লাগানোর ফলে বিশ্ববিদ্যালয়ের বাহ্যিক সৌন্দর্য, নিজস্বতা, শৃঙ্খল ও পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা আমাদের ক্যাম্পাসকে একটি প্রকৃত শিক্ষাপ্রতিষ্ঠান রূপেই দেখতে চাই।’  

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী বাবুল মিয়া বলেন, ‘ক্যাম্পাসের দেয়ালে পোস্টার, ব্যানার বা লিফলেট লাগানোর ক্ষেত্রে প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে। আমরা কাউকে লিফলেট বা পোস্টার লাগাতে দেখলে বাঁধা দেই। তবে অনেকেই রাতের বেলায় পোস্টার লাগায়।’  

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মহিউদ্দিন মাহি বলেন, ‘আমাদের ছোট ক্যাম্পাস পরিষ্কার ও গুছিয়ে রাখার দায়িত্ব সবার। ব্যানার, পোস্টার ক্যাম্পাসের সৌন্দর্য নষ্ট করে৷আমরা ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধন করার জন্য ভিসি স্যারের সঙ্গে বিভিন্ন পরিকল্পনা করছি।’   

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ‘ক্যাম্পাসের দেয়ালে পোস্টার বা লিফলেট লাগানোর অনুমতি নেই। আমরা পরিচ্ছন্নতাকর্মীদের নির্দেশ দিয়েছি ক্যাম্পাসের দেয়াল থেকে যাবতীয় পোস্টার ও লিফলেট অপসারণ করার জন্য।’ এছাড়া, সৌন্দর্য বর্ধনের জন্য সম্পূর্ণ ক্যাম্পাস পরিদর্শন করা হয়েছে বলেও জানান তিনি।

জবি/মাহি 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়