ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে চবিতে বিক্ষোভ 

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩২, ২৫ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৫:৩৫, ২৫ ফেব্রুয়ারি ২০২১
পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে চবিতে বিক্ষোভ 

পরীক্ষা স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। 

এর আগে বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান বলেন, সবদিক বিবেচনা করে বিশ্ববিদ্যালয় পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকালে সব বিভাগে এ সংক্রান্ত নোটিশ পাঠানো হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ৭৩ এর অধ্যাদেশে আছে, বিশ্ববিদ্যালয় নিজে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। অতএব শিক্ষা মন্ত্রণালয় কী বলেছে তার দিকে নজর না দিয়ে শিক্ষার্থীদের দাবির দিকে দেখতে হবে। অবিলম্বে চলমান পরীক্ষা স্থগিতাদেশ বাতিল করতে হবে।

তারা আরো বলেন, দেশ এখন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। আমাদের বয়স তো থেমে নেই, চাকরির বাজারে পিছিয়ে পড়ছি। পরীক্ষা বন্ধের ঘোষণার পর মায়ের মুখের দিকে তাকাতে পারছি না। শিক্ষার্থী হওয়া তো আমাদের অপরাধ নয়।

চবি/ইলমা/মাহি 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়