ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেরপুরে সপ্তম শ্রেণির ভর্তিতে উন্মুক্ত লটারি

শেরপুর সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৯, ১৫ জানুয়ারি ২০২২  
শেরপুরে সপ্তম শ্রেণির ভর্তিতে উন্মুক্ত লটারি

শেরপুরে সরকারি ভিক্টোরিয়া একাডেমি ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে উন্মুক্ত লটারি হয়েছে। 

শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে শহরের মাধবপুর এলাকায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ উন্মুক্ত লটারি হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মো. মোমিনুর রশীদ।

আরো পড়ুন:

এসময় ভর্তিচ্ছুক উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের সামনেই লটারির মাধ্যমে ওঠা রোল নম্বর তুলে ধরেন জেলা প্রশাসক। উন্মুক্ত লটারি হওয়ায় সন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীদের অভিভাবকরা। ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থী ও অভিভাবকরা উল্লসিত হয়ে উঠেন।

অন্যদের মধ্যে জেলা প্রশাসনের সহকারী কমিশনার তামারা তাসবিহা, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, সরকারি ভিক্টোরিয়া একাডেমির প্রধান শিক্ষক লুৎফা বেগম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানি সুরাইয়া মিলোজ, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ বিদ্যালয়ের অন্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তারিকুল/মাহি 

সর্বশেষ

পাঠকপ্রিয়