ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কুবিতে ‘সমকালীন সাহিত্য’ বিষয়ে সেমিনার

কুবি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫১, ২৬ মে ২০২২   আপডেট: ১১:৫২, ২৬ মে ২০২২
কুবিতে ‘সমকালীন সাহিত্য’ বিষয়ে সেমিনার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কলা ও মানবিক অনুষদের আয়োজনে আগামী ৩০ মে (সোমবার) ‘সমকালীন সাহিত্য প্রসঙ্গ’  শীর্ষক দিনব্যাপী সেমিনার হবে৷ সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদ এবং সামজিক বিজ্ঞান অনুষদের হল রুমে হবে৷

কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মাদ গোলাম মাওলার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন, বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান৷

সেমিনারটি সোমবার সকাল ১০টায় উদ্বোধন হবে৷ সেমিনারে স্বাগত বক্তব্য দেবেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করীম৷

এদিন সকাল ১১টায় ইংরেজি বিভাগের প্রভাষক কাজী ফাখেরা নওশীনের সঞ্চালনায় এবং বিভাগের বিভাগীয় প্রধান ড. বনানী বিশ্বাসের সভাপতিত্বে আলোচক থাকবেন অধ্যাপক ড. এম এম শরীফুল করীম এবং প্রবন্ধ পাঠ করবেন প্রভাষক শারমিন আক্তার৷

এ ছাড়া, দুপুর ১২টায় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোকাদ্দেস-উল-ইসলামের সঞ্চালনায় বিভাগটির বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচক থাকবেন ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী এবং প্রবন্ধ পাঠ করবেন সহকারী অধ্যাপক নুর মোহাম্মদ রাজু৷

এরপর দুপুর ২টা থেকে সেমিনারের সমাপনী পর্বে অধ্যাপক ড. মোহাম্মাদ গোলাম মাওলার সভাপতিত্বে প্রধান বক্তা থাকবেন শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল৷

শরীফ/এইচএম 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়