ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাবিতে ধূমপান করতে নিষেধ করায় সাংবাদিককে মারধর

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০২, ৩০ মে ২০২২  
রাবিতে ধূমপান করতে নিষেধ করায় সাংবাদিককে মারধর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলে জনসম্মুখে ধূমপান করতে নিষেধ করায় এক সাংবাদিককে মারধরের ঘটনা ঘটেছে।

রোববার (২৯ মে) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের টিভি রুমে এ ঘটনা ঘটে। পরে সাংবাদিককে চিকিৎসার জন্য রাবি মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়।

মারধরের শিকার সাংবাদিকের নাম শাহাবুদ্দিন ইসলাম। তিনি রাবি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। পড়াশোনর পাশাপাশি তিনি বিডি মর্নিং অনলাইন নিউজ পোর্টালের রাবি প্রতিনিধি তিনি।

অভিযুক্ত ছাত্রের নাম কাজল। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চতুর্থবর্ষের শিক্ষার্থী এবং মাদার বখশ হল শাখা ছাত্রলীগের সহসভাপতি।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিভি রুমে আইপিএল খেলা দেখার সময় ছাত্রলীগ নেতা কাজল ধূমপান করছিলেন। তখন শাহাবুদ্দিন তাকে ধূমপান করতে নিষেধ করেন। এতে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কাজলসহ তার কয়েকজন সহযোগী শাহাবুদ্দিনকে মারধর করেন।

এ বিষয়ে ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘বিষয়টি জেনেছি। ব্যাপারটি বসে মীমাংসা করে দেওয়া হবে।’

রাবি প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘আমি আহতকে দেখতে রাবি মেডিক্যাল সেন্টারে গিয়েছিলাম। তিনি সুস্থ আছেন। বিষয়টি হল প্রাধ্যক্ষকে বলা হয়েছে।’

তানজিমুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়