ঢাকা     বুধবার   ১৬ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ১ ১৪৩২

রাইজআপ ল্যাবসে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট কোর্স সম্পন্ন করলো চুয়েট শিক্ষার্থীরা

ক্যাম্পাস ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩০, ২৩ জুলাই ২০২৩   আপডেট: ১৭:৩১, ২৩ জুলাই ২০২৩
রাইজআপ ল্যাবসে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট কোর্স সম্পন্ন করলো চুয়েট শিক্ষার্থীরা

দেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান রাইজআপ ল্যাবসে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল (এসডিএলসি) এর ওপর ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট কোর্স সম্পন্ন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের শিক্ষার্থীরা।

এ উপলক্ষে রোববার (২৩ জুলাই ২০২৩) রাইজআপ ল্যাবসের প্রধান কার্যালয়ে একটি সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় চুয়েটের ইটিই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. আজাদ হোসেন এবং প্রভাষক ইব্রাহিম খলিল, রাইজআপ ল্যাবসের প্রতিষ্ঠাতা ও সিইও এরশাদুল হক, রাইজআপ ল্যাবসের অপারেশন ম্যানেজার মো. মশিউর রহমান, এই কোর্সের প্রশিক্ষক রাকিব হাসান দিপু, ওয়াসিফ জামান এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কোর্সটিতে চুয়েটের শিক্ষার্থীরা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল (এসডিএলসি) এর বিভিন্ন বিষয় সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে। এসময় তারা এসডিএলসি’র প্রয়োজনীয়তা, বিশ্লেষণ এবং পরিকল্পনা, ডিজাইন পর্ব, উন্নয়ন, স্থাপনা এবং রক্ষণাবেক্ষণ সম্পর্কে ধারণা পায়।

কোর্স সমাপনী অনুষ্ঠানে রাইজআপ ল্যাবসের প্রতিষ্ঠাতা ও সিইও এরশাদুল হক চুয়েটের শিক্ষার্থীদের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, ‘ইন্ডাস্ট্রিয়াল কোর্সের জন্য চুয়েট শিক্ষার্থীদের সহযোগিতা করতে পেরে আমরা আনন্দিত। ইতোমধ্যে চুয়েটসহ দেশের সকল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্য আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। রাইজআপ ল্যাবস চায় বাংলাদেশের তরুণরা বৈশ্বিক আইটি ইন্ডাস্ট্রিতে গর্বের সঙ্গে অবদান রাখুক।’

এসময় চুয়েটের ইটিই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. আজাদ হোসেন বলেন, ‘ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট কোর্সটি আমাদের শিক্ষার্থীদের জন্য আইটি কোম্পানি সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের একটি বড় সুযোগ ছিল। রাইজআপ ল্যাবস কোম্পানিতে শেখার সুযোগ পাওয়া চুয়েট শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তারা তাদের ভবিষ্যত কর্মজীবনে এসব জ্ঞান প্রয়োগ করবে।’

উল্লেখ্য, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট কোর্সটি চুয়েট এবং রাইজআপ ল্যাবসের মধ্যকার একটি যৌথ উদ্যোগ, যার লক্ষ্য একাডেমিক জ্ঞান এবং বাস্তব শিল্প অভিজ্ঞতার মধ্যে ব্যবধান পূরণ করা। এই প্রোগ্রামটি শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ এবং অভিজ্ঞ পেশাদারদের নির্দেশনায় কাজ করার সুযোগ প্রদান করে।

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়