ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

গণহত্যা দিবস স্মরণে জবিতে প্রদীপ প্রজ্জ্বলন

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৫, ২৭ মার্চ ২০২৪  
গণহত্যা দিবস স্মরণে জবিতে প্রদীপ প্রজ্জ্বলন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২৫ মার্চ কালরাত্রি ও গণহত্যা দিবস স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন এবং বিশালাকৃতির স্ক্রল পেইন্টিং অংকন করা হয়েছে।

সোমবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টায় শহিদ মিনার চত্বরে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরীর নেতৃত্বে এ প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এক মিনিটের জন্য অন্ধকারাচ্ছন্ন করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বলতে আমরা সব সময় বিজয়ের কথাই সামনে আনি। কিন্তু আমাদের আত্মাত্যাগের ইতিহাস অনেকেই জানে না। গণহত্যার ইতিহাস আমাদের জাতির চেতনা জাগ্রত করতে ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, ২৫ মার্চ কালো রাতে অপারেশন সার্চ লাইটের নামে যে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়েছে, তা এখনো আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। এর জন্য আমাদের জাতিগতভাবে সবার একসঙ্গে কাজ করে যেতে হবে।

এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে চারুকলা অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশালাকৃতির স্ক্রল পেইন্টিং অংকন করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন, চারুকলা অনুষদভুক্ত তিন বিভাগের (ড্রইং ও পেইন্টিং বিভাগ, প্রিন্ট মেকিং বিভাগ এবং ভাস্কর্য বিভাগ) চেয়ারম্যানবৃন্দ, প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

/লিমন/মেহেদী/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়