ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিক্ষার্থীদের হেনস্তায় চবির বিভিন্ন ক্লাবের প্রতিবাদ

চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২১, ৩ আগস্ট ২০২৪  
শিক্ষার্থীদের হেনস্তায় চবির বিভিন্ন ক্লাবের প্রতিবাদ

বিবৃতি দেওয়া চবি শিক্ষার্থীদের পরিচালিত ক্লাবগুলোর লোগো

কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের নামে ভিত্তিহীন মামলা ও গণগ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের পরিচালিত সবগুলো ক্লাব। বিবৃতিতে ২৫টি সংগঠনের নাম উল্লেখ করা হয়েছে।

শনিবার (৩ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের সবগুলো সামাজিক ও সাংস্কৃতিক ছাত্র সংগঠনের সমন্বয়ে এ বিবৃতি দেওয়া হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, দেশব্যাপী চলমান শিক্ষার্থীদের আন্দোলনে হত্যা, বিনা অপরাধে আটক, মিথ্যা মামলা দায়ের ও শিক্ষক লাঞ্ছনার নেক্কারজনক ঘটনা ঘটছে। অনেক নিরাপরাধ শিক্ষার্থীকে আন্দোলনরত অবস্থায়, বাসা-বাড়ি থেকে ভিত্তিহীনভাবে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন সময়ে জোরপূর্বক আটক করেছে। এ আন্দোলনে চবির ইতিহাস বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া শহিদ হয়েছেন। ইতোমধ্যে ১২ জনের বেশি শিক্ষার্থীকে অন্যায়ভাবে গ্রেপ্তার এবং ভিত্তিহীন মামলা দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি কারণে এ ধরনের মিথ্যা মামলা দেওয়াসহ বিভিন্নভাবে হেনস্থা করা নিতান্তই অগ্রহণযোগ্য। এছাড়া চবির অনেক শিক্ষার্থী আন্দোলনরত অবস্থায় আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যদের হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। চবি শিক্ষার্থীদের পরিচালিত সব ক্লাব এ ধরনের হামলা, গ্রেপ্তার ও হেনস্তার প্রতিবাদ জানাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বরাবর এ ক্লাবগুলোর পক্ষ থেকে পাঁচ দফা দাবি জানানো হয়। সেগুলো হলো-

১. অনতিবিলম্বে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় এবং আবাসিক হলগুলো খুলে দিয়ে শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে হবে।

২. বর্তমান সংকটময় পরিস্থিতিতে অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক শিক্ষকদের নেতৃত্বে ‘শিক্ষার্থী সহায়তা সেল’ গঠন করে আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে যারা আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক অহেতুক আটকের শিকার হয়েছেন, তাদের থানা হেফাজত থেকে মুক্তকরণ প্রসঙ্গে- পরিস্থিতিকল্পে যাদেরকে আদালতে প্রেরণ করা হয়নি, তাদেরকে জরুরিভিত্তিতে থানাভিত্তিক কমপক্ষে একজন শিক্ষকের নেতৃত্বে নিঃশর্ত মুক্তির ব্যবস্থা করতে হবে এবং যাদেরকে আদালতে প্রেরণ করে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাদেরকে বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে জামিনের উদ্যোগ গ্রহণ করতে হবে।

৩. কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে যারা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তাদের সুস্থতা নিশ্চিতকরণে শিক্ষক-শিক্ষার্থীদের তৈরিকৃত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদানের ব্যবস্থা করতে হবে।

৪. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অ্যালামনাইবৃন্দের মধ্যকার আইনজীবীদের নেতৃত্বে সর্বাত্মক আইনি সহায়তা প্রদান ও জামিনের ব্যবস্থা করতে হবে।

৫. সর্বোপরি চলমান সংস্কার আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের যে সব শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সার্বিক (আর্থিক, আইনি, প্রাতিষ্ঠানিক) সহযোগিতা নিশ্চিত করতে হবে।

বিবৃতি দেওয়া ক্লাবগুলো হলো- চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতীকী জাতিসংঘ সংস্থা, চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব, হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি, চিটাগং ইউনিভার্সিটি স্কুল অফ ডিবেট, ডিবেটার্স অফ চিটাগং ইউনিভার্সিটি, প্রথম আলো বন্ধুসভা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বায়োলজি ফ্যাকাল্টি কো-কারিকুলার সোসাইটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যান্ট্রপ্রেনার অ্যান্ড স্টার্টাপ সোসাইটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নেচার ক্লাব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এইচআর ক্লাব, চিটাগং ইউনিভার্সিটি অ্যাডভেঞ্চার ক্লাব, মার্কেটিং সোসাইটি ফর লিডারশিপ প্রোলিফারেশন, প্রেজেন্টেশন প্রো, ক্যাব যুব গ্রুপ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ব্যাংকিং ফেলোস ফর লিডারশিপ ডেভেলপমেন্ট, দা নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস, চিটাগং ইউনিভার্সিটি চ্যাপ্টার, সোসাইটি ফর ক্রিটিক্যাল লিগ্যাল স্টাডিস, চিটাগং ইউনিভার্সিটি কন্টেন্ট ক্রিয়েটরস ক্লাব, ব্লাড এইডার্স চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ম্যানেজমেন্ট কমিউনিকেশন ক্লাব, ফিন্যান্স বিজনেস অ্যান্ড ডিবেটিং সোসাইটি এবং অ্যাকাউন্টিং কমিউনিকেশন ক্লাব।

বিবৃতির সত্যতা নিশ্চিত করে চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটির সাধারণ সম্পাদক কাবেরী দাশ বলেন, আমরা চাই সাধারণ শিক্ষার্থীদের উপর মিথ্যা মামলা ও গণগ্রেফতার বন্ধ হয়ে দেশে স্বাভাবিক পরিস্থিতির উত্তরণ হোক।

চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি জানান, চবিসহ পুরো দেশে অসংখ্য নিরপরাধ শিক্ষার্থীদের ধরপাকড় ও গ্রেফতার করা হচ্ছে। যারা বর্তমানে আটক আছেন, তাদের দ্রুত মুক্তি দিতে হবে। এহেন অনভিপ্রেত পরিস্থিতি যাতে সামনে সৃষ্টি না হয়, সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি সজাগ থাকার অনুরোধ করছি।

/মিজান/মেহেদী/

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়