ঢাকা     শুক্রবার   ১৩ জুন ২০২৫ ||  জ্যৈষ্ঠ ৩০ ১৪৩২

চবিতে শহিদদের স্মরণে কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত

চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫১, ৫ সেপ্টেম্বর ২০২৪  
চবিতে শহিদদের স্মরণে কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত

হাজারো শহিদের রক্তের বিনিময়ে সফল হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিলুপ্ত করতে তারা বীরদর্পে ঝাঁপিয়ে পড়েছিল আগ্নেয়াস্ত্রের সামনে। জীবন বিসর্জন দিয়ে সবার জন্য এনেছে এক বৈষম্যহীন বাংলাদেশ।

তাদের স্মৃতিকে চির অম্লান রাখতে এবং ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হয়েছে ‘দ্রোহের গান ও কাওয়ালী সন্ধ্যা’। এ সময় কাওয়ালী, গান, অভিনয়, একক কবিতায় মেতে ওঠে হাজারো শিক্ষার্থীরা। 

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে 'আজাদী মঞ্চ'র উদ্যোগে আয়োজিত হয় এ অনুষ্ঠান। এতে অংশ নেয় অনুরণন সঙ্গীত অ্যাকাডেমি, কর্ণফুলি থিয়েটার, চট্টলা গানের দলসহ আজাদী মঞ্চের শিল্পীরা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাস জীবনের গত কয়েক বছরে এমন আয়োজন দেখেননি চবিয়ানরা। এ অনুষ্ঠানের মাধ্যমে প্রাণ ফিরে পেয়েছে পাহাড়ে ঘেরা সবুজের এ ক্যাম্পাস।

অনুষ্ঠান উপভোগ করতে আসা মাহফুজ আহমেদ জানান, অনেকদিন ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় নিরব নিস্তব্ধতায় ছেয়ে গেছিল ক্যাম্পাস। কাওয়ালী সন্ধ্যার মাধ্যমে এ নিস্তব্ধ ক্যাম্পাসে প্রাণের সঞ্চার হয়েছে। স্বৈরাচার সরকারের পতনের পর এই প্রথম ক্যাম্পাসে এসেছি শুধু কাওয়ালী সন্ধ্যায় অংশ নিতে। এ রকম আয়োজন প্রতিনিয়ত হোক।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, কাওয়ালী মুসলিম কবিদের হাজার বছরের ইতিহাস বহন করে। বাঙালি মুসলিম কবিরা অজস্র কবিতা ও গান রচনা করেছেন। এ সব আমাদের সমাজের প্রাণ, এ প্রাণকে জাগিয়ে তোলার জন্যেই আজাদী মঞ্চ কাওয়ালী সন্ধ্যার আয়োজন করেছে। মুসলিম কবিদের সৃষ্টিকে আমরা কাওয়ালির মাধ্যমে জাগিয়ে তুলব এবং বারবার উজ্জীবিত হব।

অনুষ্ঠানটি বৈষম্যবিরোধী আন্দোলনে চবির দুজন শহিদ ও ত্রাণ দিয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত পলাশসহ দেশের সব শহিদদের উৎসর্গ করা হয়েছে বলে জানিয়েছেন তারা।

/মিজান/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়