ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাবনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল

পাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৩, ৪ ডিসেম্বর ২০২৪  
পাবনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. নজরুল ইসলাম। 

মঙ্গলবার (৩ ডিসেম্ববর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। এতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব এ. এস. এম কাশেম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয় আদেশ,২০০১ এর আর্টিকেল ১২(১) ধারা অনুযায়ী খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নজরুল ইসলামকে উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ পদে তিনি তার যোগদানের তারিখ থেকে চার বছর দায়িত্ব পালন করবেন।

নিয়োগের শর্তে বলা হয়েছে, তিনি সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবেন এবং বিধি অনুযায়ী সুযোগ-সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত এবং ভিসি কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতি ও আচার্য চাইলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

অধ্যাপক ড. নজরুল ১৯৯৯ সালে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বনবিদ্যায় বিএসসি (অনার্স) এবং ২০০২ সালে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে পাল্প ও পেপার টেকনোলজিতে দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ২০০৮ সালে তিনি জাপানের টোকিও ইউনিভার্সিটি অব এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি থেকে পিএইচডি সম্পন্ন করেন। সেখান থেকে তিনি জেএসপিএস পোস্ট-ডক্টরাল ফেলো হিসেবেও কাজ করেন। এছাড়া, কানাডার ইউনিভার্সিটি অব কুইবেক এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি সাইন্স মালয়েশিয়ায় আরও দুটি পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।

যোগদানের বিষয়ে ড. নজরুল ইসলাম বলেন, “আমি এ মুহূর্তে ফুলব্রাইট স্কলারশিপের একটা প্রোগ্রামে ফেলো হিসেবে ভিয়েতনামে আছি। রবিবারে ওই প্রোগ্রামটি শেষ হওয়ার কথা আছে। সেটা কীভাবে শর্ট করে দ্রুত ফেরা যায়, সে বিষয়ে আমি তাদের সাথে কথা বলবো। যেহেতু রাষ্ট্রপতির নির্দেশে আমাকে পাবিপ্রবিতে পাঠানো হয়েছে, সেহেতু সবার আগে আমার দেশের প্রাধান্য থাকবে। আমি দ্রুতই বিশ্ববিদ্যালয়ে যোগদানের চেষ্টা করবো।”

ঢাকা/আহসান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়