ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুয়েট উপাচার্যকে লাঞ্ছিত করায় ঢাবি উপাচার্যের উদ্বেগ

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৫, ২০ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ২২:৩৮, ২০ ফেব্রুয়ারি ২০২৫
কুয়েট উপাচার্যকে লাঞ্ছিত করায় ঢাবি উপাচার্যের উদ্বেগ

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এক বিবৃতিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

বিবৃতিতে উপাচার্য জানিয়েছেন, সহিংসতা কখনো প্রতিবাদের ভাষা হতে পারে না। শিক্ষকদের উপর হামলা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। আলোচনার মাধ্যমে বিবাদমান বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধানের জন্য সকল পক্ষেরই আন্তরিকভাবে কাজ করা উচিত।

তিনি উপাচার্যের উপর হামলাসহ কুয়েটের সাম্প্রতিক সকল ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এদিকে, কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ঢাবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ব্যানারের অপব্যবহার করে কুয়েট উপাচার্যকে হেনস্তা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন- ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়কদ্বয় অধ্যাপক ড আবদুস সালাম ও অধ্যাপক আবুল কালাম সরকার।

ঢাকা/সৌরভ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়