ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাবিপ্রবিতে দেশীয় কৃষ্টি ও ঐতিহ্যের সমারোহ

হাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪২, ১৪ এপ্রিল ২০২৫   আপডেট: ২০:৩২, ১৪ এপ্রিল ২০২৫
হাবিপ্রবিতে দেশীয় কৃষ্টি ও ঐতিহ্যের সমারোহ

বাংলা নববর্ষ ১৪৩২ কে বরণ করতে বর্ণিল সাজ ও উৎসবে মেতেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থীরা। দেশীয় কৃষ্টি ও ঐতিহ্যের সমারোহে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করেছেন তারা।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক মো. এনামউল্যার নেতৃত্বে নববর্ষের বর্ণিল শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি টিএসসির সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গা ও ক্যাম্পাস সংলগ্ন  মহাসড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপাচার্য স্টল গুলো ঘুরে দেখেন এবং সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক মো. শফিকুল ইসলাম সিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর কবিরসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, চেয়ারম্যানবৃন্দ, প্রক্টর, বিভিন্ন শাখার পরিচালকসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

বিভিন্ন অনুষদ ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সারাদিনব্যাপী বৈশাখী মেলাসহ দেশীয় খাবারের আয়োজন করে। প্রায় ৫০টি স্টলে শিক্ষার্থীরা নিজেদের ভিন্ন স্বাদের খাবার ও উদ্ভাবনী সামগ্রী প্রদর্শন করে।

এছাড়া টিএসসির মুক্ত মঞ্চে হাবিপ্রবি ডিবেটিং সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হয় আবহমান বাংলা ও আঞ্চলিকতার উপর প্রদর্শনী বিতর্ক। বিএনসিসি’র আয়োজনে অনুষ্ঠিত হয় বাংলার ঐতিহ্যবাহী কাবাডি ও হাড়ি ভাঙ্গা খেলা, হাবিপ্রবি ফিল্ম ক্লাবের আয়োজনে চলচিত্র প্রদর্শনী, বিজনেস স্টাডিজ অনুষদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, অর্ক সাংস্কৃতিক জোটের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, মজার স্কুলের শিক্ষার্থীদের পান্তা ভাতের আয়োজন ইত্যাদি।

পাশাপাশি বাদ যোহর হাবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে দেশ জাতির সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ঢাকা/সংগ্রাম/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়