ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওয়াইফাই সংযোগ নিয়ে চরম ভোগান্তিতে কুবি শিক্ষার্থীরা 

কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৫, ১৮ মে ২০২৫  
ওয়াইফাই সংযোগ নিয়ে চরম ভোগান্তিতে কুবি শিক্ষার্থীরা 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই ওয়াইফাই সংযোগ নিয়ে ভোগান্তিতে রয়েছেন। প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ করেও কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়েনি শিক্ষার্থীদের। সময়ের সঙ্গে সঙ্গে সমস্যার তীব্রতা আরো বেড়েছে বলেও অভিযোগ তাদের।

জানা গেছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন) ২০১৮ সালের ৩১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু করে বিভিন্ন অ্যাকাডেমিক ভবন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ডর্মেটরি, আবাসিক হলগুলোসহ কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ইন্টারনেট সেবা সরবরাহ করে।

আরো পড়ুন:

সংযোগ স্থাপনের পর থেকেই নানা ধরনের জটিলতা দেখা যায় ওয়াইফাই সংযোগে। দীর্ঘদিন ধরে চলমান বেশিরভাগ সময়ই ওয়াইফাই না থাকা, বিদ্যুৎ সংযোগ পরবর্তী দেরিতে ওয়াইফাই আসা, পর্যাপ্ত লোড নিতে না পারা, পর্যাপ্ত রাউটারের অভাব ইত্যাদি সমস্যার সমাধানে এখন পর্যন্ত স্থায়ী কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। 

এ বিষয়ে বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থী রেজাউল করিম সিয়াম বলেন, “দীর্ঘদিন ধরে বিজয়-২৪ হলে ওয়াইফাই নেটওয়ার্ক প্রচুর সমস্যা করছে। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে শুরু হয়ে তা ক্রমান্বয়ে বাড়তে থাকে। বর্তমানে এর অবস্থা একদম নাজুক। ফলে পড়াশোনার কাজে অনেক ব্যাঘাত ঘটছে, অনলাইনে ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণসহ গুরুত্বপূর্ণ কাজ করা যাচ্ছে না।”

তিনি বলেন, “আইটি সেলকে এ ব্যাপারে বেশ কয়েকবার জানানোর পরও তারা এর কোনো সুষ্ঠু সমাধান দিতে পারেনি। প্রতিবারই হলের শিক্ষার্থীদের নয়-ছয় বুঝিয়ে এবং সমাধানের আশ্বাস দিয়ে কালক্ষেপণ করছে।”

কাজী নজরুল হলের আবাসিক শিক্ষার্থী ইয়াসির আরাফাত বলেন, “বেশ কিছুদিন ধরে হলে ওয়াইফাই সমস্যা দেখা দিচ্ছে। ঠিকঠাক সংযোগই পাওয়া যায় না। বরান্দায় কোনোরকম ওয়াইফাই সংযোগ হলেও রুমে পাওয়া যায় না। এই সমস্যাটা শুধু হলে না, পুরো ক্যাম্পাস জুড়েই। প্রায়ই এ সমস্যা সমাধানে উদ্যোগ নিতে দেখা গেলেও অবস্থার কোনো পরিবর্তন লক্ষ্য হয়নি। আমরা চাই, পুরো ক্যাম্পাসে শক্তিশালী নেট সংযোগের ব্যবস্থা নিশ্চিত করা হোক।”

ফয়জুন্নেসা চৌধুরানী হলের আবাসিক শিক্ষার্থী সাবরিনা আতিকা জিদনী বলেন, “হলের ওয়াইফাই মাঝে মাঝে কাজ করে, কিন্তু অনেক ধীর। হলের শিক্ষার্থীরা কমপ্লেইন করছিল অনেকবার, কিন্তু কোনো সমাধান হয়নি। প্রায়ই একদম নো নেটওয়ার্ক দেখায়, বিশেষ করে রাতের বেলা একেবারেই থাকে না।”

সুনীতি-শান্তি হলের আবাসিক শিক্ষার্থী ফাহমিদা সুলতানা রাইসা বলেন, “আগে বিদ্যুৎ গেলেও আসার একটু পর থেকেই ওয়াইফাই কাজ করত। কিন্তু এখন বিদ্যুৎও অনেক বেশি বিরক্ত করছে, তার উপর ওয়াইফাইও। বিদ্যুৎ আসার ৩-৪ ঘণ্টা পরও ওয়াইফাই সংযোগ হয় না। অনেকেরই সেমিস্টার চলছে এখন, মোবাইল-ওয়াইফাই ছাড়া তো এখন চলাই যায় না।”

তিনি বলেন, “সেমিস্টারের ভালো প্রিপারেশন ও নিতে পারছি না আমরা। আবার অনেকের অনলাইন ক্লাসও থাকে, এতেও অংশগ্রহণ সম্ভব হচ্ছে না। ওয়াইফাই এর এমন সমস্যার জন্য আমাদের অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে। দ্রুত এই সমস্যার সমাধান হওয়া উচিত।”

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম বলেন, “বৃহস্পতিবার (১৫ মে) বজ্রপাতের কারণে ইন্টারনেট সংযোগে সমস্যা হয়েছে। এটা বুঝতে পারার পরপরই আমরা সমাধানের কাজ শুরু করেছি। আশা করি, আজ-কালের মধ্যে সমাধান হয়ে যাবে।”

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের সিনিয়র প্রোগ্রামার ও দপ্তর প্রধান মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, “এখন এ বিষয়ে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দিতে পারব না। তবে বজ্রপাতের কারণে আমাদের ক্যাম্পাসের অনেক রাউটারের ক্ষতি হয়েছে। আমরা দ্রুত সমাধান করার কাজ চালিয়ে যাচ্ছি।”

ঢাকা/এমদাদুল/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়