ঢাকা     শুক্রবার   ১৩ জুন ২০২৫ ||  জ্যৈষ্ঠ ৩০ ১৪৩২

ইবিতে ছাত্রশিবিরের ৩ দিনব্যাপী বিজ্ঞান উৎসব শুরু

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৫, ২০ মে ২০২৫  
ইবিতে ছাত্রশিবিরের ৩ দিনব্যাপী বিজ্ঞান উৎসব শুরু

স্টল পরিদর্শন করছেন ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে তিন দিনব্যাপী ‘ইসমাইল আল জাযারি বিজ্ঞান উৎসব’ শুরু হয়েছে।

মঙ্গলবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করেন ইবি উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন ইবি উপ-উপাচার্য অধ্যাপক এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক ইউসুব আলী, ছাত্রকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ শাখা সভাপতি শোয়াইব আহাম্মেদ প্রমুখ।

এতে ইসলামী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, লালন কলা ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়সহ কুষ্টিয়া-ঝিনাইদহের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মেলায় বিজ্ঞান অলিম্পিয়াড, প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী ও বর্ণবর কিউব প্রদর্শনীর জন্য মোট ৫৫টি স্টল তৈরি করা হয়েছে।

উৎসবের প্রথমদিন মঙ্গলবার প্রোগ্রামিং কনটেস্টে ২১টি দলে মোট ৬৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। দ্বিতীয় দিন বুধবার বিজ্ঞান অলিম্পিয়াড, রোবটিক্স কিউব প্রতিযোগিতা ও প্রজেক্ট প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এছাড়াও প্রজেক্ট অ্যান্ড পোস্টার প্রেজেন্টেশন আয়োজন করা হবে।

বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্য থেকে প্রথম থেকে দশম স্থান অধিকারীদের লক্ষাধিক টাকার পুরস্কার প্রদান করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, “ছাত্রশিবির একটি আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের মাঝে অনেক প্রতিভা আছে। কিন্তু সেগুলো বিকশিত করার জন্য উদ্বুদ্ধ করার মতো লোক নেই। আমাদের প্রতিষ্ঠানগুলোতে প্রতিভাবানদের জায়গা তৈরি করে দেওয়া হচ্ছে না। তাদের দেশের মানুষ দেখুক, সরকার দেখুক; উৎসাহ দিক। ছাত্রশিবির শিক্ষার্থীদের প্রতিভা বিকশিত করতে এ উদ্যোগ নিয়েছে।”

স্টল পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “ছাত্রশিবিরের এই আয়োজন সত্যিই প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্র সংগঠনের এমন সৃজনশীল প্রোগ্রাম আয়োজন করা প্রয়োজন। এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধি পাবে।”

ঢাকা/তানিম/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়