ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তিস্তা চুক্তির কাজ আগামী বছরেই শুরু হতে পারে: সৈয়দা রিজওয়ানা

বেরোবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৪, ১৬ জুলাই ২০২৫   আপডেট: ১৯:৩৪, ১৬ জুলাই ২০২৫
তিস্তা চুক্তির কাজ আগামী বছরেই শুরু হতে পারে: সৈয়দা রিজওয়ানা

বক্তব্য প্রদান করছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

‎আগামী বছর থেকে তিস্তা চুক্তির কাজ শুরু হতে পারে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার (‎১৬ জুলাই) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

‎তিনি বলেন, “১২ হাজার কোটি টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়ন করা হবে। এতে বাংলাদেশ  সরকার ও চীন সরকারও টাকা দিবে। ১০ বছর মেয়াদী পরিকল্পনা। যেটা ৫ বছরে সেচ, ভাঙ্গণ রোধ ও স্থায়ী বাধ-এই তিনটি জিনিসকে প্রাধান্য দেয়া হবে।”

তিনি আরো বলেন, “এটা পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। ‎আপনাদের কাছে চীনা বিশেষজ্ঞরা এসেছিল পাচঁটা জায়গায় বসে আপনারাই মতামত দিয়েছেন। ‎আমরা আশাবাদী চুক্তিটা এই বছরের ডিসেম্বরের মধ্যে শেষ পর্যায়ে নিয়ে যেতে পারব। আগামী বছর থেকে কাজ শুরু হবে।”

এ আলোচনা সভা বিশ্ববিদ্যালয় স্বাধীনতা স্মারক মাঠে অনুষ্ঠিত হয়। এতে অন্তর্বর্তী সরকারের আইন ও বিচারবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল, জুলাই শহিদ পরিবারের সদস্য ও অন্যন্য্য ব্যাক্তিরাও উপস্থিত ছিলেন।

ঢাকা/‎সাজ্জাদ/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়