তিস্তা চুক্তির কাজ আগামী বছরেই শুরু হতে পারে: সৈয়দা রিজওয়ানা
বেরোবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
বক্তব্য প্রদান করছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
আগামী বছর থেকে তিস্তা চুক্তির কাজ শুরু হতে পারে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বুধবার (১৬ জুলাই) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “১২ হাজার কোটি টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়ন করা হবে। এতে বাংলাদেশ সরকার ও চীন সরকারও টাকা দিবে। ১০ বছর মেয়াদী পরিকল্পনা। যেটা ৫ বছরে সেচ, ভাঙ্গণ রোধ ও স্থায়ী বাধ-এই তিনটি জিনিসকে প্রাধান্য দেয়া হবে।”
তিনি আরো বলেন, “এটা পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। আপনাদের কাছে চীনা বিশেষজ্ঞরা এসেছিল পাচঁটা জায়গায় বসে আপনারাই মতামত দিয়েছেন। আমরা আশাবাদী চুক্তিটা এই বছরের ডিসেম্বরের মধ্যে শেষ পর্যায়ে নিয়ে যেতে পারব। আগামী বছর থেকে কাজ শুরু হবে।”
এ আলোচনা সভা বিশ্ববিদ্যালয় স্বাধীনতা স্মারক মাঠে অনুষ্ঠিত হয়। এতে অন্তর্বর্তী সরকারের আইন ও বিচারবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল, জুলাই শহিদ পরিবারের সদস্য ও অন্যন্য্য ব্যাক্তিরাও উপস্থিত ছিলেন।
ঢাকা/সাজ্জাদ/মেহেদী