ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইবি শিক্ষার্থী সাজিদ হত্যা: তদন্ত শুরু করেছে সিআইডি

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৩, ৬ আগস্ট ২০২৫  
ইবি শিক্ষার্থী সাজিদ হত্যা: তদন্ত শুরু করেছে সিআইডি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাজিদ হত্যার ঘটনায় ‘মৌখিত নির্দেশনায়’ তদন্ত শুরু করেছে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। ইতোমধ্যে তারা বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

একইসঙ্গে ইবি থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নিজেদের মত করে তথ্য সংগ্রহ করছে।

আরো পড়ুন:

বুধবার (৬ আগস্ট) ইসলামী বিশ্ববিদ্যালয় থানা সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ হত্যা ইস্যুতে তার বাবা আহসান হাবিবুল্লাহ ইবি থানায় গত ৪ আগস্ট মামলা দায়ের করেন। তিনি সিআইডি এর মাধ্যমে তদন্ত সম্পন্ন করার দাবি জানান। সেই পরিপ্রেক্ষিতে সিআইডির হাতে তদন্তভার দেওয়ার প্রস্তুতি চলছে। লিখিত আদেশ প্রস্তুত করা দীর্ঘমেয়াদী হওয়ার কারণে মৌখিক আদেশের ভিত্তিতে সিআইডি তদন্ত শুরু করেছে।

গত ১৭ জুলাই বিকেল পৌঁনে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ৩ আগস্ট প্রাপ্ত ভিসেরা রিপোর্টে সাজিদকে শ্বাসরোধ করা হত্যা করা হয় বলে উল্লেখ করা হয়। তার মৃত্যুর সময় ছিল ১৬ জুলাই দিবাগত রাত সাড়ে ৩টা (আনুমানিক)।

ঢাকা/তানিম/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়