ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জুলাই শহীদদের মাগফেরাত কামনায় ইবি ছাত্রদলের স্মরণসভা

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৫, ৩০ আগস্ট ২০২৫  
জুলাই শহীদদের মাগফেরাত কামনায় ইবি ছাত্রদলের স্মরণসভা

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের মাগফেরাত কামনায় স্মরণ সভার আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

শনিবার (৩০ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির করিডরে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণসভা শেষে শহীদদের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

আরো পড়ুন:

সভায় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জিয়া পরিষদের মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইবি সাদা দলের আহবায়ক ড. একেএম মতিনুর রহমান, ইবি জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান।

শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে ছিলেন ইবি জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ড. আলিনূর রহমান, অধ্যাপক ড. মিজানুর রহমান, ইবি ইউট্যাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামান।

এছাড়া শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আবু দাউদ, আনোয়ার পারভেজ, রোকন উদ্দিন, আহসান হাবিব, আনারুল ইসলাম, সদস্য- রাফিজ আহম্মেদ, নুর উদ্দিন, রাকিব হাসান স্বাক্ষর ও সাব্বির হোসেনসহ সংগঠনটির অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি কেন্দ্রীয় জিয়া পরিষদের মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, “১৭ বছর ধরে যে ফ্যাসিজম আমাদের উপর ভর করেছিল, সেটা সরিয়েছে ছাত্র সমাজ। ফ্যাসিবাদ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু তার পালিয়ে যাওয়ার ইতিহাসটা বিরল। আওয়ামী লীগ এমন দল যারা কর্মীদের কথা না ভেবে পালিয়েছে। হাসিনা যা করেছে একই কাজ শেখ মুজিবও করেছিল। কিন্তু বিএনপি এই রাজনীতি করে না। বরং বিএনপি প্রতিটি কর্মীকে নিজেদের সন্তান মনে করে। বিএনপি তাদের নিজেদের আদর্শে চলে। তারা চিন্তা করে, বিএনপির যে অবদান সেটা জনগণ বিচার করবে। এটাই বিএনপির বড় আদর্শ।”

ঢাকা/তানিম/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়