ঢাকা     শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা নেই: ড. জসীম উদ্দিন

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৪, ৮ সেপ্টেম্বর ২০২৫  
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা নেই: ড. জসীম উদ্দিন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ডাকসু নির্বাচন কমিশন অফিসের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি‌‌।

আরো পড়ুন:

তিনি বলেন, “আমাদের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। কোনো ধরনের শঙ্কা আমরা দেখছি না। ভোটগ্রহণ সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। যদি ৪টার সময়‌ও কেউ ভোটকেন্দ্রের সামনে অবস্থান করে, তাদের‌ও সুযোগ দেওয়া হবে।”

তিনি আরো বলেন, “এবারের নির্বাচন হবে একটি মডেল নির্বাচন। বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুসরণ করতে পারে- এমন দৃষ্টান্ত ঢাবি শিক্ষার্থীরা তৈরি করবে।”

অধ্যাপক জসীম বলেন, “যেভাবে আপনাদের কথা দিয়েছিলাম, ‌সেগুলোর প্রত্যেকটি ধাপ অনুসরণ করে এই পর্যায়ে এসেছি। আগামীকাল সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে শিক্ষার্থীরা ডাকসুতে অংশগ্রহণ করছে। আপনারা ডাকসু প্রার্থীদের সংখ্যা দেখেই বুঝতে পারছেন।”

শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের প্রতি অনুরোধ, তারা সবাই যেন ভোট দিতে আসে। আমরা আটটি কেন্দ্রে ৮১০টি বুথ স্থাপন করেছি। আমরা সব অংশীজনের সহযোগিতা চাই। যেন আমরা সুষ্ঠুভাবে একটি নিরপেক্ষ নির্বাচন করতে পারি।”

ঢাকা/সৌরভ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়