ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৭ দিনের জন্য রাবির ‘শাটডাউন’ স্থগিত

রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৮, ২৪ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৪:০৬, ২৪ সেপ্টেম্বর ২০২৫
৭ দিনের জন্য রাবির ‘শাটডাউন’ স্থগিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহাল ও শিক্ষক লাঞ্ছনার সুষ্ঠু বিচারের দাবিতে চলমান ‘শাটডাউন’ কর্মসূচি ৭ দিনের জন্য স্থগিত করেছে অফিসার সমিতি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১টায় অফিসার সমিতির সভাপতি মো. মোক্তার হোসেন ও কোষাধ্যক্ষ মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

এতে বলা হয়, ২৩ সেপ্টেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে অফিসার সমিতির দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলে ২৪ সেপ্টেম্বর দুপুর ১টা থেকে চলমান শাটডাউন কর্মসূচি স্থগিত করা হয়।

তবে বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, আগামী ৭ কর্মদিবসের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট সকলকে নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

গত ২১ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালনের পর জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও অফিসার্স সমিতি এই কমপ্লিট শাটডাউন ঘোষণা করে।

ঢাকা/ফাহিম/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়