ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাবিপ্রবির দ্বিতীয় সমাবর্তনের সভাপতিত্ব করবেন শিক্ষা উপদেষ্টা

হাবিপ্রবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৪, ৯ অক্টোবর ২০২৫  
হাবিপ্রবির দ্বিতীয় সমাবর্তনের সভাপতিত্ব করবেন শিক্ষা উপদেষ্টা

আগামী ২২ নভেম্বর অনুষ্ঠিতব্য দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তনের সভাপতিত্ব করবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এএসএম কাসেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সভাপতিত্ব করার জন্য সানুগ্রহ অনুমোদন প্রদান করেছেন।

সমাবর্তন অনুষ্ঠানের কর্মসূচিসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্নের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা দপ্তরে যোগাযোগ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এদিকে, প্রায় ৯ হাজার শিক্ষার্থী সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। তারা একটি সুন্দর সমাবর্তন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যাক্ত করেছেন।

অপরদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনও সমাবর্তন অনুষ্ঠান ভালোভাবে সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে। সমাবর্তন সফলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সমাবর্তন কমিটির অধীনে বেশকিছু উপকমিটি গঠিত হয়েছে।

ঢাকা/সাকিব/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়