ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‎ বেরোবি ছাত্র সংসদ আইন অনুমোদন

বেরোবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৪, ২৭ অক্টোবর ২০২৫  
‎ বেরোবি ছাত্র সংসদ আইন অনুমোদন

ফাইল ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্র সংসদ আইনের অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু।

‎সোমবার (২৭ অক্টোবর) বিকেলে আইনটি অনুমোদিত হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ইলিয়াস প্রামানিক।

আরো পড়ুন:

‎তিনি বলেন, “দিনটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী সংসদ আমাদের আইনে অন্তর্ভুক্ত হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি আজ আমাদের আইন অনুমোদন দিয়েছেন। আমরা আশা করছি নভেম্বরে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ছাত্র সংসদ নির্বাচন দিতে পারব।”

এদিকে, বিশ্ববিদ্যালয়ের আইনে ‎ছাত্র সংসদ সংযুক্ত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ১৭ বছর পার হলেও বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ ছিল না। শিক্ষার্থীরা একাধিকবার ছাত্র সংসদ নির্বাচন, আইন প্রণয়ন ও রোডম্যাপ বাস্তবায়নের দাবিতে আন্দোলন, সংবাদ সম্মেলন, অবস্থান কর্মসূচি ও অনশন করেছেন।

ঢাকা/‎সাজ্জাদ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়