ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বেরোবিতে যৌন হয়রানিকারীদের স্থায়ী বহিষ্কার দাবি

বেরোবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৬, ১২ নভেম্বর ২০২৫  
বেরোবিতে যৌন হয়রানিকারীদের স্থায়ী বহিষ্কার দাবি

যৌন নিপীড়কদের বিচার দাবিতে মানববন্ধনে শিক্ষার্থীরা

‎বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যৌন হয়রানি মুক্ত শিক্ষাঙ্গন ও জড়িতদের স্থায়ী বহিস্কারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (‎১২ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণচূড়া সড়কে দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আরো পড়ুন:

‎‎দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী হরিশ রায় বলেন, “আমাদের বিভাগের শিক্ষক ড. শাকিবুল ইসলামের স্থায়ী বহিষ্কার করতে হবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের অন্য যেসব শিক্ষকের নামে যৌন হয়রানীর অভিযোগ আছে, তাদেরও শাস্তির আওতায় আনতে হবে। যদি তদন্তের নামে মুলা ঝুলানো হলে বেরোবির শিক্ষার্থীরা মাঠে নামবে।”

‎অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আলবীর বলেন, “আমাদের একটাই দাবি, আমরা যৌন নিপিড়কদের স্থায়ী বহিষ্কার চাই। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়কদের স্থায়ী বহিষ্কার হয়েছে। শাস্তি না হওয়ার কারণে আমাদের এখানেও দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আমরা চাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন আগের শিকলটা ভেঙ্গে স্থায়ী বহিষ্কারের দিকে যাক।”

‎এর আগে, গত ৪ নভেম্বর যৌন হয়রানির অভিযোগে ড. শাকিবুল ইসলামকে একাডেমিক কার্যক্রম থেকে অবহ্যাতি দেওয়া হয়েছে। অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার অনুরোধক্রমে নির্দেশ দিয়েছে।

ঢাকা/‎সাজ্জাদ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়