ঢাকা     বৃহস্পতিবার   ১৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মানবাধিকার রক্ষায় জবিতে সোচ্চারের আনুষ্ঠানিক যাত্রা 

জবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৯, ১৪ জানুয়ারি ২০২৬  
মানবাধিকার রক্ষায় জবিতে সোচ্চারের আনুষ্ঠানিক যাত্রা 

সভাপতি আম্মার বিন আসাদ এবং সাধারণ সম্পাদক সিফাত হাসান সাকিব

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার গবেষণা ও অ্যাডভোকেসি সংস্থা ‘সোচ্চার–Torture WatchDog Bangladesh’ এর ক্যাম্পাস শাখা ‘সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক’ (এসএসএন)-এর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ২০২৬–২৭ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আম্মার বিন আসাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে সিফাত হাসান সাকিব মনোনীত হয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সংগঠনটির সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্রের ফিল্যান্ডার স্মিথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মাহফুজুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

আরো পড়ুন:

সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক স্থানীয় সম্প্রদায় ও সচেতন মহলের সঙ্গে সমন্বয় করে মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে কাজ করে আসছে। এর ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে ফারহাত লামিয়া ও আশরাফুল হক, সহ-সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ মাহিন, সাংগঠনিক সম্পাদক হিসেবে মাহমুদুল হাসান এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আহনাফ আতিফ দায়িত্ব পেয়েছেন।

এছাড়া, দপ্তর সম্পাদক রজব আল ফাহিম, সহ-দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান মামুন, অর্থ সম্পাদক তাহমিদ আব্দুল্লাহ রা’দ, সহ-অর্থ সম্পাদক আশিক আহমেদ রাতুল, মিডিয়া অ্যান্ড পাবলিকেশন সম্পাদক ফাহিম হাসনাত এবং সহ-মিডিয়া সম্পাদক মো. রোকুনুজ্জামান গোলাম রাব্বী মনোনীত হয়েছেন।

ট্রমা ম্যানেজমেন্ট সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাসমিয়া তাহমিদ আপন। এ দপ্তরের সহ-সম্পাদক হিসেবে মোহাম্মদ মাহি, সানজিদা নূর, জুনায়েদ হাসান আরমান ও উম্মে নুসাইবা জামান দায়িত্ব পালন করবেন। সোশ্যাল মিডিয়া সম্পাদক নাগিব হাসান, সহ-সোশ্যাল মিডিয়া সম্পাদক মেহরাব হোসেন অপি ও মুসতাভি নাওযার খান। লিয়াজোঁ সম্পাদক ফাহিম মুনতাসীর এবং সহ-লিয়াজোঁ সম্পাদক জয়নব হাছান।

ডিপার্টমেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে রয়েছেন রিয়াতুল ইসলাম রাব্বি, মো. ইয়াহইয়া হাসান, মোহাম্মদ মুস্তাকিম, মোহন খন্দকার ও মো. আজমুল হক। এছাড়া, এক্সিকিউটিভ মেম্বার হিসেবে লামিয়া অর্নি, সিফাত হোসেন, মৃত্তিকা আহমেদ, তুষান শরীফ, জান্নাতুল ফেরদৌস ও আযহারুল ইসলাম মনোনীত হয়েছেন।

এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং মানসিক ও শারীরিক নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনের লক্ষ্যে তারা কাজ করবে।

কমিটির অনুমোদন দিয়ে ড. মাহফুজুল হাসান বলেন, “বাংলাদেশে নিরাপদ ও ভয়-ভীতিহীন ক্যাম্পাস গড়ে তোলাই আমাদের লক্ষ্য। জবিতে সোচ্চারের যাত্রা সেই প্রচেষ্টারই অংশ। প্রশিক্ষিত, সচেতন ও দায়িত্বশীল মানবাধিকারকর্মী তৈরিই এর মূল উদ্দেশ্য।”

সাধারণ সম্পাদক সিফাত হাসান সাকিব বলেন, “শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং ন্যায় ও সত্যের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়াই আমাদের অঙ্গীকার। র‍্যাগিং, রাজনৈতিক হয়রানি বা যেকোনো নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার সক্রিয় ভূমিকা রাখবে।”

সভাপতি আম্মার বিন আসাদ বলেন, “সোচ্চার সব ধরনের রাজনৈতিক ও অরাজনৈতিক নিপীড়নের বিরুদ্ধে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই কমিটি মানবাধিকারভিত্তিক আন্দোলনকে আরও সংগঠিত ও কার্যকর করবে।”

উল্লেখ্য, ‘সোচ্চার’ যুক্তরাষ্ট্রে নিবন্ধিত একটি মানবাধিকার গবেষণা ও অ্যাডভোকেসি সংস্থা, যা বাংলাদেশে মানবাধিকার রক্ষা ও বিকাশে কাজ করছে। সংস্থাটি গুম, বিচারবহির্ভূত হত্যা ও নিপীড়ন রোধসহ শিক্ষা, স্বাস্থ্য ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় গবেষণা, মিডিয়া প্রকাশনা ও নীতিনির্ধারণী পর্যায়ে ভূমিকা রেখে চলেছে।

ঢাকা/লিমন/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়