ঢাকা     শুক্রবার   ১৬ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাদি হত্যার বিচার চেয়ে দেশব্যাপী বিক্ষোভের ডাক

ঢাবি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৯, ১৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৯:৩৪, ১৫ জানুয়ারি ২০২৬
হাদি হত্যার বিচার চেয়ে দেশব্যাপী বিক্ষোভের ডাক

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবিতে শুক্রবার (১৬ জানুয়ারি) সারাদেশে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এ কর্মসূচির ঘোষণা দেন।

আরো পড়ুন:

সম্মেলনে জাবের বলেন, “শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে যদি রাষ্ট্রের কোনো অংশ বা কোনো গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা থেকে থাকে, তবে তার বিচার এই দেশের মাটিতেই হতে হবে।”

ন্যায়বিচার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, “বিচার না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।”

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব অভিযোগ করে বলেন, গুম কমিশন ও পিলখানা কমিশনের রিপোর্ট প্রকাশের দাবিতে হাদি বরাবরই দৃঢ় ও আপসহীন অবস্থান নিয়েছিলেন। এসব ইস্যুতে তার স্পষ্ট ভূমিকার কারণেই তিনি হত্যার শিকার হয়ে থাকতে পারেন বলে সংগঠনটির ধারণা।

তিনি আরো বলেন, “এই হত্যাকাণ্ডে যদি নামমাত্র তদন্ত বা দায়সারা চার্জশিট দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়, তবে তা মেনে নেওয়া হবে না। রাষ্ট্রকে স্পষ্টভাবে জানাতে হবে—তারা হাদি হত্যার বিচার করবে কি না।”

নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, হাদি হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখানোর সুযোগ নেই। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না, বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়াও “আমরা নির্বাচনবিরোধী নই, কিন্তু এই নির্বাচন কমিশনের বিরুদ্ধেই আমাদের অবস্থান” সে বিষয়টিও স্পষ্ট করেছেন।

রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ তিনি বলেন, “বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কেবল সমবেদনা প্রকাশ করেছে, কার্যকর কোনো ভূমিকা নেয়নি।”

এমনকি একটি বড় রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেও ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, “একই দল আবার শহীদ ওসমান হাদিকে নিয়ে আবেগী বক্তব্য, ভিডিও ও কর্মসূচির মাধ্যমে নিজেদের অবস্থান জাহির করছে। এই দ্বিচারিতা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি।”

মামলার চার্জশিট নিয়েও গুরুতর প্রশ্ন তোলেন জাবের। হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ফিলিপকে কেবল ঘটনাস্থলে উপস্থিত থাকার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, হত্যার পরিকল্পনার অংশ হিসেবে নয়। পাশাপাশি পলাতক আসামিদের অবস্থান এখনো শনাক্ত না হওয়ায় তদন্তের নিরপেক্ষতা নিয়ে গভীর সন্দেহ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা/সৌরভ/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়