ঢাকা     শনিবার   ২৪ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাবির সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ২৪ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৬:১৭, ২৪ জানুয়ারি ২০২৬
রাবির সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার সি ইউনিটের ফল প্রকাশিত হয়েছে।ভর্তি সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে https://application.ru.ac.bd/ লগইন করে শিক্ষার্থীরা ফল দেখতে পারবেন। এজন্য এসএসসি ও এইচসএসসি উভয় পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম ও পাসের বছর প্রয়োজন হবে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়, সি ইউনিটে বিজ্ঞানের দুটি গ্রুপ ও অ–বিজ্ঞান গ্রুপে ভর্তি পরীক্ষা নেওয়া হয়।সি ইউনিটে গ্রুপ-১ (বিজ্ঞান)–এর ৬০ হাজার ৪২১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩ হাজার ৩২ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৬ হাজার ৫৯০ জন পরীক্ষায় উত্তীর্ণ হন। এ হিসাবে পাসের শতকরা হার ১২ দশমিক ৪৩। এই গ্রুপে প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯২ দশমিক ৫০।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ইউনিটের গ্রুপ-২ (বিজ্ঞান) এর ৬০ হাজার ৪১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩ হাজার ৩৭২ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৬ হাজার ১১৪ জন পরীক্ষায় উত্তীর্ণ হন। পাসের শতকরা হার ১১ দশমিক ৪৬ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৮ দশমিক ৫০। ইউনিটের গ্রুপ-৩ (অ-বিজ্ঞান) এর ৫ হাজার ৩৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৫৮ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৩ হাজার ৩৭০ জন পরীক্ষায় উত্তীর্ণ হন। পাসের শতকরা হার ৬৬ দশমিক ৬৩ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৯ দশমিক ৫০।

বিজ্ঞান, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূবিজ্ঞান, কৃষি, ফিশারিজ ও ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদভুক্ত ২৬টি বিভাগ সি ইউনিটের অন্তর্ভুক্ত। প্রকাশিত ফলাফলে কোনো ভুল-ভ্রান্তি পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।উত্তীর্ণ শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে নির্দেশনা–সংশ্লিষ্ট ওয়েবসাইট (https://admission.ru.ac.bd/) ও বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে (https://www.facebook.com/rajshahi.university.ac.bd) পরবর্তী সময় প্রকাশ করা হবে।

গত শুক্রবার সি ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এবারের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়। এ বছর রাজশাহী ছাড়াও পাঁচটি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঢাকা/ফাহিম/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়