ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শহীদ বুদ্ধিজীবীদের কবর জিয়ারতে ডাকসু জয়ী শিবির নেতারা

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৭, ১১ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৮:৩৩, ১১ সেপ্টেম্বর ২০২৫
শহীদ বুদ্ধিজীবীদের কবর জিয়ারতে ডাকসু জয়ী শিবির নেতারা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে নির্বাচিত ছাত্রশিবির নেতারা রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে কবর জিয়ারত করেছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খানসহ পুরো প্যানেলের সদস্যরা সেখানে যান। শহীদদের গণকবরের সামনে দোয়া ও মোনাজাত মাধ্যমে তারা তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।

আরো পড়ুন:

এ সময় নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, “নির্বাচনে অংশগ্রহণকারী সবার ইশতেহার বাস্তবায়নে শিক্ষার্থীদের মতামত নিয়ে কাজ করব।”

নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ বলেন, “শহীদদের আত্মত্যাগ কাজের মাধ্যমে পূরণ করার চেষ্টা করব।” 

তবে তিনি অভিযোগ করে বলেন, “হিজাব ইস্যুতে ভারতীয় গণমাধ্যম নিজেদের এজেন্ডা বাস্তবায়নে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।”

এবারের ডাকসু নির্বাচনে শীর্ষ তিন পদসহ ২৮টি পদের মধ্যে ২৩টিতেই জিতেছে শিবির সমর্থিত প্রার্থীরা। হল সংসদগুলোতেও অধিকাংশ পদে জিতেছে শিবির সমর্থিতরা।

ঢাকা/সৌরভ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়