ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে শিশু ধর্ষণের প্রতিবাদে রাবিতে মানববন্ধন

রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০২, ২০ অক্টোবর ২০২৫   আপডেট: ১৮:০৩, ২০ অক্টোবর ২০২৫
গাজীপুরে শিশু ধর্ষণের প্রতিবাদে রাবিতে মানববন্ধন

গাজীপুরের কালিয়াকৈরতে শিশু ধর্ষণসহ ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিচার এবং ধর্ষণ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছে শাখা ইসলামী ছাত্রী সংস্থা।

সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন করেন সংগঠনটির নেত্রীরা।

আরো পড়ুন:

এ সময় তাদের হাতে ‘আমার বোন ধর্ষিতা কেন? বাংলাদেশ জবাব চাই’, ‘ধর্ষকের  বিচার চাই’, ‘ধর্ষকের কোন ধর্মীয় পরিচয় নেই, ধর্ষকের পরিচয় সে ধর্ষক’, ‘ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘নো মোর রেপ’ ইত্যাদি ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

মানববন্ধনে জুলাই-৩৬ হলের নব-নির্বাচিত সহ-বিতর্ক ও সাহিত্য সম্পাদক ও ইসলামি ছাত্রীসংস্থার কর্মী ফাতেমাতুস সানিহা বলেন, “গত ১০ মাসে ৪ হাজার ১০৫টি ধর্ষণের মামলা হয়েছে। এর মধ্যে বেশিরভাগ মামলারই সুষ্ঠু বিচার হয়নি। কালিয়াকৈরে যে ১৩ বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে, সে একজন মাদ্রাসা ছাত্রী। তাকে নিয়ে কোনো মিডিয়া হাইপ হয়নি, সে কোনো বিচার পায়নি।”

তিনি বলেন, “নরসিংদীতে ১৪ বছরের এক শিশুকে সাতদিন আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করা হয়েছিল। তারও কোনো বিচার হয়নি। আমরা নারীদের আসলে কোনো জায়গায় নিরাপত্তা নেই। হাসপাতালে নারীরা ধর্ষিত হচ্ছে, টিউশন থেকে ফেরার পথে নারীরা ধর্ষিত হচ্ছে। আমরা যাব কোথায়?”

তিনি আরো বলেন, “আমাদের প্রধান দাবি হলো—রাষ্ট্রীয় ও ধর্মীয় আইন অনুযায়ী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এমন দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যেন ধর্ষণ করার আগে ওই শাস্তির কথা মনে পড়ে।”

আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা দেশ, সেখানে মনে হচ্ছে মুসলিম পরিচয়টাই যেন বোঝা হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার রহমতুন্নেসা হল শাখার সহ-নেত্রী সাইফুন নাশীদা। 

তিনি বলেন, “আমরা মনে করি ধর্ষকের কোনো নির্দিষ্ট ধর্মীয় পরিচয় নেই। যখন কোনো ধর্ষক ধর্মীয় পরিচয় দিয়ে ঘটনাটি আড়াল করতে চায়, আমরা মনে করি সে একজন কুচক্রী লোক। তারা চায় এদেশের নারীরা ধর্ষিতা হোক, নারীরা নিরাপত্তা হীনতায় ভুগুক।”

তিনি আরো বলেন, “গাজীপুরে যে ঘটনাটি ঘটেছে, সে মাদ্রাসা শিক্ষার্থী হওয়ায় সঠিক বিচার ও মিডিয়া কাভারেজ, সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে না। সেজন্যই হয়তো আমরা প্রশাসন কিংবা মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে না। পূজার সময়েও একটি ধর্ষণের ঘটনা ঘটেছে, কিন্তু তার কোনো বিচার হয়নি। কালিয়াকৈরতে যে ঘটনাটা ঘটেছে, সেটা বলা হচ্ছে প্রেমেরে সম্পর্ক। প্রেমের সম্পর্ক হলেই কী বিচার হবে না?”

মানববন্ধনে ইসলামী ছাত্রীসংস্থা রাবি শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা/ফাহিম/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়