ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গায়িকা আজালিয়ার সেক্স ভিডিও নিয়ে তোলপাড়

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৮, ১৫ সেপ্টেম্বর ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গায়িকা আজালিয়ার সেক্স ভিডিও নিয়ে তোলপাড়

ইগি আজালিয়া

মারুফ খান : অস্ট্রেলিয়ান হিপ হপ তারকা ইগি আজালিয়া। বিভিন্ন কারণে আলোচনা-সমালোচনার জন্য খবরের শিরোনাম হয়েছেন বহুবার। তবে এবার একটু ভিন্ন প্রেক্ষাপটে খবরের শিরোনাম হয়েছেন তিনি। হিন্দুস্তান টাইমস-এর খবরে বলা হয়েছে, তাকে নিয়ে নির্মিত হয়েছে একটি সেক্স ভিডিও।

২৪ বছর বয়সী এই গায়িকা নাকি একটি সেক্স ভিডিও তৈরি করেছেন। আর তা নিয়ে-ই নাকি লাখ লাখ টাকার দর-কষাকষি শুরু হয়েছে। কিন্তু ইগি দাবি করেছেন, এ সেক্স ভিডিওর মেয়েটি সে নয়।

এদিকে এই সেক্স ভিডিওটিতে সঙ্গী জেফে ওয়াইন দাবি করেছেন, এই ভিডিওটি সম্পূর্ণ সত্য। এ মেয়েটিই আজালিয়া। ওই সময় ইগির বয়স ১৮ বছরের বেশি ছিল। টিএমজি ডটকমের রিপোর্টে জেফে ওয়াইন বলেছেন, ভিডিওটি ১০০ ভাগ সত্য। এটি তৈরির সময় ইগি অবগত ছিল।

খবরে আরো জানা গেছে, এই ভিডিও প্রকাশ করার জন্য ওয়াইন ভিভিড এন্টারটেইনমেন্ট নামক একটি ওয়েবসাইটের সঙ্গে চুক্তি করেছে। যদিও চুক্তির ব্যাপারটি ওয়াইন অস্বীকার করেছেন। বলেছেন, ভিডিওটি তার কম্পিউটার থেকে চুরি হয়ে গেছে।

এ সেক্স ভিডিওটি ইগি আজালিয়ার না বলে অস্বীকার করেছেন তিনি। ভিডিওতে যে মেয়েটিকে দেখা গেছে সেটি অন্য কেউ বলে দাবি তুলেছেন এ গায়িকা। তবে এর বিরুদ্ধে তিনি মামলা করবেন বলে তার টুইটার বার্তায় প্রকাশ করেছেন।


রাইজিংবিডি/ঢাকা/১৫ সেপ্টেম্বর ২০১৪/শান্ত/এএ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়