পিকআপের ধাক্কার পর মোটরসাইকেলের চাপা, কিশোর নিহত
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নোয়াখালীর সেনবাগে পিকআপের ধাক্কায় সড়কে ছিটকে পড়া এক কিশোর মোটরসাইকেল চাপায় নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের সেনবাগ রাস্তার মাথা সড়কের খালেকের দোকানের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত কিশোরের নাম মোহাম্মদ মাইনুদ্দিন নিলয় (১৩)। সে উপজেলার পশ্চিম লালপুর গ্রামের দই বেপারী বাড়ির মৃত আলাউদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সেনবাগ রাস্তার মাথার খালেকের দোকানের সামনের সড়কে দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল নিলয়। সেসময় বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যানে নিলয়ের সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নিলয় সড়কে ছিটকে পড়ে যায়। এসময় পাশ দিয়ে যাওয়া একটি মোটরসাইকেল নিলয়কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিলয়ের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
সেনবাগ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঘাতক পিকআপভ্যান চালক ও মোটরসাইকেল চালক কাউকে আটক করা যায়নি। তারা ঘটনার পরপরই পালিয়ে যায়। মরদেহ উদ্ধারের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সুজন/ মাসুদ