Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ১৬ মে ২০২১ ||  জ্যৈষ্ঠ ২ ১৪২৮ ||  ০৩ শাওয়াল ১৪৪২

ইসলামী ব্যাংকের ইনফরমেশন সিকিউরিটি অপারেশন্স সেন্টারের উদ্বোধন

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৩২, ১৯ ফেব্রুয়ারি ২০২১  
ইসলামী ব্যাংকের ইনফরমেশন সিকিউরিটি অপারেশন্স সেন্টারের উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ইনফরমেশন সিকিউরিটি অপারেশনস সেন্টারের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) প্রধান কার্যালয়ে এই সেন্টারের উদ্বোধন করা হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ কেন্দ্র উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তাহের আহমদ চৌধুরী ও মো. মোশাররফ হোসাইন এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও আবুল ফয়েজ মুহাম্মদ কামালুদ্দীন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবু নাছের মুহাম্মদ নাজমুল বারী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভূঁইয়া ও আহমেদ যুবায়েরুল হকসহ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লব প্রযুক্তি সেক্টরের মাধ্যমে সংঘটিত হচ্ছে। তথ্যপ্রযুক্তির উন্নয়ন যতো তরান্বিত হচ্ছে এ ক্ষেত্রের ঝুঁকিও ততো বাড়ছে। ব্যাংকিং সেক্টরকে এ ঝুঁকি থেকে নিরাপদ রাখতে সুপরিকল্পিতভাবে কাজ করতে হবে।’

তিনি ইসলামী ব্যাংকের শ্রেষ্ঠত্ব অব্যাহত রাখতে আরো বেশি নিবেদিত হয়ে কাজ করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়