ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইসলামী ব্যাংকের ঢাকা জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৮, ১৪ জুলাই ২০২৫  
ইসলামী ব্যাংকের ঢাকা জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ঢাকা সেন্ট্রাল, নর্থ, সাউথ ও ইস্ট জোন এবং ঢাকার ছয়টি কর্পোরেট শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১৩ জুলাই) ঢাকার ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত এই সম্মেলনে ব্যাংকের ভবিষ্যৎ লক্ষ্য, গ্রাহকসেবা এবং কর্মদক্ষতা বৃদ্ধির দিকনির্দেশনা দেওয়া হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, “সকল সংকট কাটিয়ে ইসলামী ব্যাংক শরীআহভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক ব্যাংকিংয়ের মূল মডেলে ফিরে এসেছে।”

তিনি জানান, গত ১০ মাসে ইসলামী ব্যাংকে ২৪ লাখ ৩০ হাজার নতুন গ্রাহক যুক্ত হয়েছেন এবং নিট আমানত বেড়েছে ২০ হাজার কোটি টাকা।

তিনি আরো বলেন, “২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ইসলামী ব্যাংকের মাধ্যমে এসেছে ১৬.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স। প্রবাসীদের প্রথম পছন্দ ও নির্ভরতার ঠিকানা আজ ইসলামী ব্যাংক।” 

এ সময় তিনি দেশের এজেন্ট ব্যাংকিং সেক্টরে নতুন মাইলফলক ছুঁয়ে ২০ হাজার কোটি টাকার আমানত সংগ্রহের তথ্যও তুলে ধরেন।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম. মাসুদ রহমান এবং স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. এম. জুবায়দুর রহমান।

এছাড়া, বক্তব্য রাখেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মাহবুব আলম, মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ, কে.এম. মুনিরুল আলম আল-মামুন, ড. এম. কামাল উদ্দীন জসীম ও মো. মাকসুদুর রহমান।

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়