ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

জেলা পর্যায়ে বাজেট থাকা প্রয়োজন: পরিকল্পনামন্ত্রী  

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫৮, ২৬ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
জেলা পর্যায়ে বাজেট থাকা প্রয়োজন: পরিকল্পনামন্ত্রী  

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, এসডিজি বাস্তবায়নে জেলা পর্যায় বাজেট থাকা প্রয়োজন।

শনিবার (২৫ জুলাই) পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ‘টেকসই উন্নয়ন প্রতিবেদন-২০২০’ নিয়ে এক ওয়েবিনার আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ ও পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সরকার এসডিজি বাস্তবায়নে নানা উদ্যোগ নিয়েছে। এসডিজি বাস্তবায়ন আমাদের রাজনৈতিক অঙ্গীকার। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। দেশের সব শ্রেণিকে সঙ্গে নিয়েই এসডিজি বাস্তবায়ন সম্ভব।’ 

ড. শামসুল আলম বলেন, ‘এসডিজি বাস্তবায়নে সরকার যথেষ্ট আন্তরিক। এসডিজি শুরুর পর থেকে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা তৈরি করা হয়েছে সেই আলোকেই। এখন অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায়ও সেটিই করা হচ্ছে। তাছাড়া, বাজেট বাস্তবায়নের মধ্য দিয়েই এসডিজি বাস্তবায়নই হচ্ছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি, আমরা পরিস্থিতি মোকাবিলা করে এগিয়ে যাব।’

 

ঢাকা/হাসিবুল/ইভা 
 

রাইজিং বিডি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়