ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দাম বেড়েছে আদা-ময়দার, কমছে পেঁয়াজের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৯, ১৯ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৫:০৯, ১৯ সেপ্টেম্বর ২০২০
দাম বেড়েছে আদা-ময়দার, কমছে পেঁয়াজের

বাজারে পেঁয়াজের দাম যে গতিতে বেড়েছে সেভাবে কমছে না। তবে আমদানি করা আদার দাম বেড়েছে। পাইকারি বাজারে দাম বাড়ার কারণে খুচরা বাজারে এর প্রভাব পড়েছে বলে জানান ব্যবসায়ীরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শনিআখড়া, যাত্রাবাড়ী, স্বামীবাগ, ফকিরাপুল বাজারঘুরে খুচরা ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে তারা জানান, বাজারে আমদানি করা প্রতিকেজি আদা ২৩০-২৫০ টাকায় বিক্রি হচ্ছে। এক মাস আগেও আমদানি করা প্রতিকেজি আদার দাম ছিল ১৫০-১৬০ টাকা।  মাসের ব্যবধানে প্রতিকেজি আদার দাম প্রায় ১০০ টাকা বেড়েছে।  শুধু আদা নয় নিত্যপণ্যের বাজারে ময়দার দামও বেড়েছে।  খুচরা বাজারে ময়দার দাম প্রতিকেজিতে ২-৩ টাকা বেড়েছে।  বাজারে প্রতিকেজি খোলা ময়দা ৩৪-৩৬ টাকায় এবং প্যাকেটের ময়দা ৪৪-৪৫ টাকায় বিক্রি হচ্ছে। গেল সপ্তাহে খোলা ময়দা ৩২-৩৫ টাকায় এবং প্যাকেটের ময়দা ৪০-৪৫ টাকায় বিক্রি হতো।

ফকিরাপুল বাজারের ইসলাম ট্রেডার্সের সত্ত্বাধিকারী হাজী আহসান ইসলাম জানান, পাইকারি বাজারে দর বাড়ায় প্রতিকেজি ময়দা খুচরা দুয়েক টাকা বেড়েছে। তবে কি কারণে পাইকারি বাজারে দর বেড়েছে তা বলতে পারছেন না তিনি।

এদিকে, কাঁচাবাজারে গিয়ে দেখা গেছে প্রতিকেজি মরিচ ১৭০-১৮০ টাকায়, টমেটো ১১০ থেকে ১২০ টাকায়, করলা ৬৫-৮০ টাকায়, ওস্তা ৭০-৭৫ টাকায়, শসা ৫৫-৬০ টাকায়, পটল ৫০-৫৫ টাকায়, বরবটি ৭৫-৮০ টাকায়, দুন্দল ৫৫-৬০ টাকায়, জিঙ্গা ৫৫-৬০ টাকায়, বেগুন ৭৫-৮০ টাকায়, পেঁপে ৪০-৫০ টাকায়, ফুলকপি ছোট ৩৫-৪০ টাকায়, বাধাকপি ৪০-৪৫ টাকায়, কাঁকরোল ৪৫-৫০ টাকায়, লতি ৪০-৪৫ টাকায়, কচুরমুখি ৪০-৪৫ টাকায়, গাজর ৭৫-৮০ টাকায়, চিচিজ্ঞা ৫৫-৬০ টাকায়, আলু ৩৫-৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি পিস  চালকুমড়া ৪০-৫০ টাকায়, লাউ ৬০-৬৫ টাকায় বিক্রি হচ্ছে।

শনিআখড়া কাঁচাবাজারের খুচরা ব্যবসায়ী মাইদুল ইসলাম জানান, সবজির দাম আগের চেয়ে কিছুটা কমেছে। তবে কিছু সবজি পাইকারি বাজারে সংকট থাকায় দাম বেশি দিয়ে কিনতে হয়। এতে খুচরাও বেশি দরে বিক্রি করতে হয়।

এদিকে খুচরা প্রতিকেজি দেশি পেঁয়াজ ৯০ টাকা, আমদানি করা পেঁয়াজ ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের খুচরা বাজারে গিয়ে দেখা গেছে, আকার ভেদে প্রতিকেজি ইলিশ ৪৫০-১০০০ টাকায়, রুই ২২০-৩৮০ টাকায় বিক্রি হচ্ছে।  

বাজারে প্রতি হালি মুরগির ডিম ৩৬-৩৮ টাকায়, দেশি মুরগির ডিম ৪৮-৫০ টাকায়, হাঁসের ডিম ৪৮-৫০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিকেজি ব্রয়লার মুরগি ১২০-১২৫ টাকায়, লেয়ার মুরগি ২২০-২৪০ টাকায়, পাকিস্তানি মুরগি ২৪০-২৫০ টাকায়, গরুর মাংস ৫৫০-৫৮০ টাকায়, খাসীর মাংস ৭৫০-৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

ঢাকা/এনএফ/এসএম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়