ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আগস্টে রেমিট্যান্স এসেছে ২০৪ কোটি ডলার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ১ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৮:০৭, ১ সেপ্টেম্বর ২০২২
আগস্টে রেমিট্যান্স এসেছে ২০৪ কোটি ডলার

ছবি: সংগৃহীত

চলতি অর্থবছরের সদ্য সমাপ্ত আগস্ট মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২০৩ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার। যা ২০২১-২২ অর্থবছরের আগস্ট মাস থেকে ২২ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার বেশি। গত অর্থবছরের আগস্টে দেশে ১৮১ কোটি ১ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছে ২০৯ কো‌টি ৬৯ লাখ মার্কিন ডলার। যা গত ১৪ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ছিল। যদিও এক মাসের ব্যবধানে আগস্টে ৫.৯১ কোটি ডলার কম রেমিট্যান্স এসেছে তবে তা আগের দুই বছরের একই সময়ের তুলনায় বেশি। ২০২১ সালের জুলাই মাসে রেমিট্যান্স এসেছিল ১৮৭ কোটি ১৪ লাখ মার্কিন ডলার এবং আগস্টে রেমিট্যান্স এসেছিল ১৮১ কোটি ডলার। ২০২০ সালে জুলাই মাসে ২৫৯ কোটি ডলার রেমিট্যান্স আসলেও আগস্টে এসেছিল ১৯৬ কোটি মার্কিন ডলার। তাতে ২০২০ এবং ২০২১ সালের আগস্টের তুলনায় এবার বেশি রেমিট্যান্স এসেছে।  

সংশ্লিষ্টরা বলছেন, চলতি অর্থবছরে আগের চেয়ে তুলনামূলকভাবে রেমিট্যান্স বেশ গতিশীল ছিল। আগের অর্থবছরে তা ছিল ধীর গতিতে। এই রেমিট্যান্স প্রবাহ ডলার সরবরাহ বাড়াতে সহায়তা করবে। রেমিট্যান্সের এই ধারাবাহিকতায় অব্যাহত থাকবে বলে আশা করছেন তারা।

তারা আরও বলছেন, রেমিট্যান্সের এই প্রবাহ অব্যাহত থাকলে ডলারের সরবরাহ বাড়বে। সংকট অনেকটা কেটে যাবে। তাতে ডলারের বাজার স্থিতিশীল থাকবে। আর এই রেমিট্যান্স প্রবাহের গতি অব্যাহত রাখতে বিদেশে দক্ষ লোকবল পাঠানোর ওপর গুরুত্বারোপ করতে হবে।

বিদায়ী ২০২১-২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। ওই অর্থবছরের প্রথম মাস থেকে আগের তুলনায় রেমিট্যান্স প্রবাহ ছিল ধীরগতির। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এসেছিল ১৮৭ কোটি ১৪ লাখ ডলার, আগস্টে ১৮১ কোটি ১ লাখ, সেপ্টেম্বর মাসে ১৭২ কোটি ৬৭ লাখ, অক্টোবরে ১৬৪ কোটি ৬৮ লাখ, নভেম্বর ১৫৫ কোটি ৩৭ লাখ এবং ডিসেম্বরে ১৬৩ কোটি ৬ লাখ, জানুয়ারিতে ১৭০ কোটি ৪৫ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ১৪৯ কোটি ৪৪ লাখ, মার্চে ১৮৫ কোটি ৯৭ লাখ, এপ্রিলে ২০১ কোটি ৮ লাখ, মে মাসে ১৮৮ কোটি ৫৩ লাখ এবং গত জুন মাসে রেমিট্যান্স এসেছে ১৮৪ কোটি মার্কিন ডলার। এর আগে ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স আহরণের পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।

ঢাকা/এনএফ/এনএইচ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়