ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভরিতে সোনার দাম কমলো ১০৫০ টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩২, ২৬ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ২১:২৭, ২৬ সেপ্টেম্বর ২০২২
ভরিতে সোনার দাম কমলো ১০৫০ টাকা

ছবি: সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা কমালো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফ‌লে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) থেকে ২২ ক্যারেটের প্রতি ভ‌রি সোনা কিনতে লাগবে ৮১ হাজার ২৯৮ টাকা। যা সোমবার পর্যন্ত ছিল ৮২ হাজার ৩৪৮ টাকা। 

সোমবার (২৬ সেপ্টেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী সোনা বেচাকেনা করা হবে।  

নতুন দাম অনুযায়ী, সোমবার (১৯ সেপ্টেম্বর) থেকে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৮১ হাজার ২৯৮ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৭৭ হাজার ৬২৪ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৬৬ হাজার ৪৮৫ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৫৫ হাজার ১৭১ টাকা।  

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।  

সোমবার ২২ ক্যারেট প্রতি ভরি সোনা ৮২ হাজার ৩৪৮ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৭৮ হাজার ৬১৬ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৬৭ হাজার ৪১৮ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫৫ হাজার ৮৭১ টাকা বিক্রি হয়েছে।  

ঢাকা/এনএফ/এনএইচ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়