ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন অর্থ প্রতিমন্ত্রীকে বিএসইসির অভিনন্দন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ৫ মার্চ ২০২৪  
নতুন অর্থ প্রতিমন্ত্রীকে বিএসইসির অভিনন্দন

বাংলাদেশের নতুন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

এ সময় নবনিযুক্ত অর্থ প্রতিমন্ত্রীকে বিএসইসির পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

আরো পড়ুন:

মঙ্গলবার (৫ মার্চ) সকালে অর্থ মন্ত্রণালয়ে অর্থ প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাকাণরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন অর্থ প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, কমিশনার অধ্যাপক ডা. মিজানুর রহমান, কমিশনার আব্দুল হালিম ও কমিশন অধ্যাপক রুমানা ইসলাম।

সৌজন্য সাক্ষাতে পুঁজিবাজারের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন নতুন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান।

এদিকে, নতুন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খানের সফলতা কামনা করেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

/এনটি/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়