ঢাকা     সোমবার   ১৭ জুন ২০২৪ ||  আষাঢ় ৩ ১৪৩১

পর্দা নামলো ঢাকা অটোমোটিভ শোর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ২৬ মে ২০২৪  
পর্দা নামলো ঢাকা অটোমোটিভ শোর

জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ২০২৪। রাজধানীর বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার পূর্বাচলে ২৩ থেকে ২৫ মে চলে এই আয়োজন।

দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান এসিআই লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান এসিআই মোটরস এই শোতে বিশ্বের সর্বাধিক বিক্রিত ব্র্যান্ড ফোটন কমার্শিয়াল ভেহিক্যাল নিয়ে এই আয়োজনে  অংশগ্রহণ করে।

এই অটোমোটিভ শোর মধ্যে দিয়ে এসিআই মোটরস ফোটন ব্র্যান্ড তাদের আধুনিক প্রযুক্তির সমন্বিত নতুন সিরিজ AumarkE এর দেড় টন এবং তিন টন উন্মোচন করে বাংলাদেশের বাজারের জন্য। এছাড়াও তাদের টিএম সিরিজের ১ টন এবং ১২ টন ছিল এই আয়োজনে।

ফোটন মোটর গ্রুপের জেনারেল ম্যানেজার এরিক এই পিকআপ-ট্রাক উন্মোচন করেন। এ সময় কোম্পানির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই অটোমোটিভ শো উপলক্ষে এসিআই মোটরসের ফোটন ব্র্যান্ড থেকে যেকোনো পিকআপ ক্রয়েই ছিল নিশ্চিত উপহার।

/হাসান/এসবি/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়