ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাজেট এখনো পাস হয়নি, অনেক কিছু পুনর্বিবেচনা সম্ভব: অর্থমন্ত্রী

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৭, ২০ জুন ২০২৪  
বাজেট এখনো পাস হয়নি, অনেক কিছু পুনর্বিবেচনা সম্ভব: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী (ফাইল ফটো)

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, এই বাজেট জনবান্ধব। কোনো সমস্যা থাকলে পুনর্বিবেচনা করার সম্ভাবনা আছে। বাজেট এখনো পাস হয়নি, এটা প্রস্তাবিত বাজেট। 

বৃহস্পতিবার (২০ জুন) রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে ‘বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি: প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, খাদ্য ও পুষ্টি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বাজেটটা দিলাম, এটা দেখেন ও বোঝার চেষ্টা করেন। না বুঝে মন্তব্য কইরেন না। এই ঈদে যেভাবে পশু কোরবানি হয়েছে, এটা একটা ভালো ইন্ডিকেটর, সব পশু আমাদের দেশের।

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, বাজেট নিয়ে নানা বক্তব্য আছে। অনেকে নানা ধরনের কথা বলছে। বাজেট সবেমাত্র দিলাম। বিশ্বব্যাংক বলেছে, বাংলাদেশ ভালো আছে। আমার টাকা লাগবে, বিশ্বব্যাংকের কথা শুনতে হবে। আপনি টাকা দেন, আপনার কথা শুনব। বিশ্বব্যাংক যা বলছে, আমাদের শুনতে হবে। কারণ, আমাদের টাকা লাগবে।

দেশ ভালো অবস্থানে আছে, দাবি করে মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব। কই সরকার তো পড়ে না। দেউলিয়া মানে কী? দেশ দেউলিয়া তো হলো না। বিশ্বব্যাংক কিছু বোঝে না, আপনি সবকিছু বোঝেন?

সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন—বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি ড. জিয়াকুন শি, সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রমুখ।

হাসনাত/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়