পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে ডিবিএ’র সংবাদ সম্মেলন সোমবার
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাদের দপ্তর বণ্টন করা হয়েছে। রোববার (১১ আগস্ট) থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে। দেশের এমন পরিস্থিতিতে পুঁজিবাজারের সমসাময়িক পরিস্থিতি, ভবিষ্যৎ ও প্রত্যাশা নিয়ে সোমবার (১২ আগস্ট) সংবাদ সম্মেলন করার উদ্যোগ নিয়েছে দেশের ব্রোকারেজ হাউজগুরোর সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
রোববার (১১ আগস্ট) ডিবিএ’র সেক্রেটারি মো. দিদারুল গনী এ তথ্য জানান।
তিনি জানান, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সমসাময়িক বিষয়ের ওপর একটি সংবাদ সম্মেলন আয়োজন করেতে যাচ্ছে। আগামী সোমবার (১২ আগস্ট) বেলা ১২টায় রাজধানীর ঢাকা ক্লাবে স্যামসন এইচ চৌধুরী হলে সংবাদ সম্মেলন হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সাদরে আমন্ত্রণ জানাচ্ছি।
এ বিষয়ে জানতে চাইলে ডিবিএ’র সেক্রেটারি মো. দিদারুল গনী রাইজিংবিডিকে বলেন, সংবাদ সম্মেলনে অতীতে পুঁজিবাজারের পরিস্থিতি কেমন ছির, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ভবিষ্যতে পুঁজিবাজার পরিস্থিতে কেমন হতে পারে এবং পুঁজিবাজার নিয়ে ডিবিএ’র প্রত্যাশা কি রয়েছে, সেসব বিষয় সংবাদ সম্মেলনে বিস্তারিত আলোচনা হবে।
এদিকে, গত ৯ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টামণ্ডলীর সব সদস্যদের অভিনন্দন জানিয়েছেন ডিবিএ’র সভাপতি সাইফুল ইসলাম। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারে নিয়োজিত সব উপদেষ্টা নিজ নিজ কর্মক্ষেত্রে সফল ব্যক্তিত্ব। দেশ-বিদেশে তাদের পরিচিতি ও সুনাম রয়েছে। আমরা আশা করি, তাদের যোগ্য ও দক্ষ নেতৃত্ব পুঁজিবাজারসহ দেশের সব স্তরে প্রয়োজনীয় সংস্কার ও সুশাসন নিশ্চিত করে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। পুঁজিবাজারের উন্নয়ন ও অগ্রগতিতে সরকারের পাশে থেকে ডিবিএ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে।
/এনটি/এসবি/