ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাকিবকে শুভেচ্ছাদূতের পদ থেকে সরিয়ে দিলো বিএসইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৬, ২৮ আগস্ট ২০২৪   আপডেট: ২২:২২, ২৮ আগস্ট ২০২৪
সাকিবকে শুভেচ্ছাদূতের পদ থেকে সরিয়ে দিলো বিএসইসি

পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ‘দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম’ এর শুভেচ্ছা দূত হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানের নিয়োগ বাতিল করা হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯১৬তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসি’র পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ‘দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম’ এর শুভেচ্ছা দূত হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানের নিযুক্তি বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

২০১৭ সালের ২ অক্টোবর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০১৭’ উদ্বোধন অনুষ্ঠানে বিএসইসি’র তৎকালীন চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন ক্রিকেটার সাকিব আল হাসানকে 'দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম' এর শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগের ঘোষণা দেন। এর প্রায় ৭ বছর পর সাকিব আল হাসানকে শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত বাতিল করল খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন নতুন কমিশন।

এনটি/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়