ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রাইম ব্যাংকের নিবন্ধিত অফিসের ঠিকানা পরিবর্তন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৩, ১২ সেপ্টেম্বর ২০২৪  
প্রাইম ব্যাংকের নিবন্ধিত অফিসের ঠিকানা পরিবর্তন

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ব্যাংক পিএলসির নিবন্ধিত অফিসের ঠিকানা পরিবর্তন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

কোম্পানির অফিসের নতুন ঠিকানা-সিম্পলট্রি আনারকলি, হোল্ডিং নং-৮৯, প্লট নং-০৩, ব্লক-সিডব্লিউএস(এ), গুলশান অ্যাভিনউ, ওয়ার্ড নম্বর-১৯, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, থানা-গুলশান, জেলা-ঢাকা।

প্রসঙ্গত, প্রাইম ব্যাংক পিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০০ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ১ হাজার ১৩২ কোটি ২৮ লাখ টাকা। সে হিসেবে কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১১৩ কোটি ২২ লাখ ৮৩ হাজার ৪৭৭টি। এর মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৪১.০১ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩৮.৮০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.৩২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১৯.৮৭ শতাংশ শেয়ার রয়েছে।

/এনটি/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়