ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লোগো ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৯, ১৯ জানুয়ারি ২০২৫  
লোগো ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করে অনলাইনে আয় করার সুযোগের কথা বলা হচ্ছে। এ ধরনের প্রতারণায় সাধারণ জনগণ প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই বিষয়টি নিয়ে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আরো পড়ুন:

বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার বিষয়ে সতর্কতায় বলা হয়েছে, লক্ষ্য করা যাচ্ছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অনলাইনে অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম বা লোগো ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ এবং অনলাইনে কাজের মাধ্যমে আয়ের সুযোগ ইত্যাদি বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। উল্লিখিত বিজ্ঞপ্তিসমূহে অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করায় এ সব প্রতারণামূলক বিজ্ঞাপন ও নিয়োগ বিজ্ঞপ্তি দ্বারা সাধারণ জনগণ প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হতে পারেন।

এক্ষেত্রে অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম বা লোগো ব্যবহার করে অনলাইনে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তি বা অনলাইনে কাজ করে আয়ের সুযোগ সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির সাথে বাংলাদেশ ব্যাংকের কোনো সংশ্লিষ্টতা নেই। এছাড়া বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে সঠিক তথ্য পেতে ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট দেখার জন্য আহ্বান  জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ঢাকা/এনএফ/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়